Budgebudge: মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে খারাপ কথা, প্রতিবাদ করতেই মেরে ব্যক্তির চোখ নষ্টের অভিযোগ

ঘটনাটি গত ১ সেপ্টেম্বরের। এসকে আয়ুব মঙ্গল নামে এক ব্যক্তি অসুস্থ স্ত্রীর জন্য বজবজের একটি দোকান থেকে ওষুধ কিনে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় দুই যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। তখনই প্রতিবাদ করেন আয়ুব।

Budgebudge: মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে খারাপ কথা, প্রতিবাদ করতেই মেরে ব্যক্তির চোখ নষ্টের অভিযোগ
বাঁদিক এবং মাঝে যে আছে তাঁরা অভিযুক্ত, আর ডানদিকে আহত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 03, 2025 | 3:56 PM

বজবজ: অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনে ফিরেছিলেন। অভিযোগ, সেই সময় দুই মদ্যপ যুবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেছিলেন। তার প্রতিবাদ করায় ব্যক্তির চোখে বন্দুকের চোখে বাড়ি মারা হয়। জানা যাচ্ছে, ওই ব্যক্তির চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছে।

ঘটনাটি গত ১ সেপ্টেম্বরের। এসকে আয়ুব মঙ্গল নামে এক ব্যক্তি অসুস্থ স্ত্রীর জন্য বজবজের একটি দোকান থেকে ওষুধ কিনে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় দুই যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। তখনই প্রতিবাদ করেন আয়ুব। অভিযোগ, এরপরই অভিযুক্ত রাজিব ও ইফতিকার তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। পকেট থেকে একটি পিস্তল বের করে চোখের এবং কপালে আঘাত করে।

আহতের পরিবারের দাবি, একটি চোখ প্রায় নষ্ট হতে চলেছে। বর্তমান তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। কর্মরত চিকিৎসক জানিয়েছেন, ৯৯ শতাংশ চোখের ক্ষতি হয়েছে। হয়ত তিনি আর চোখে দেখতে পাবেন না। কিন্তু ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন ওঁর দৃষ্টিশক্তি ফেরানোর জন্য।

ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে বজবজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে বিষয়টি দেখছে।

আহতের পরিবারের দাবি, অন্যায় ভাবে মারার জন্য তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার প্রয়োজন। কারণ ভবিষ্যতে তিনি হয়ত আর চোখে দেখতে পাবেন না। আয়ুবই বাড়ির একমাত্র রোজগেরে। বাড়িতে তিনটি সন্তান ও স্ত্রী আছে। আলাদা উপার্জনের কোনও ব্যবস্থা নেই। দিনমজুরের কাজ করেন তিনি।
তাদের দাবি