Baruipur: নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

Baruipur: বারুইপুর থানার বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় বাড়ি ওই নাবালিকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার বাড়ির পাশেই একটি দোকানে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে রাস্তায় অভিযুক্তরা তার পথ আটকায়।

Baruipur: নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়ি ভাঙচুর
বারুইপুরে উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 08, 2025 | 3:44 PM

বারুইপুর: রাস্তা থেকে এক নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। এবার ঘটনাস্থল বারুইপুর। খবর চাউর হতেই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

বারুইপুর থানার বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায় বাড়ি ওই নাবালিকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার বাড়ির পাশেই একটি দোকানে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে রাস্তায় অভিযুক্তরা তার পথ আটকায়। অভিযোগ, তাকে মুখ চেপে এলাকার এক নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানে মাইক বাজায় সেই চিৎকার কেউ শুনতে পায়নি। ঘরে নিয়ে গিয়ে তাকে  ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

এদিকে নাবালিকার মা, মেয়ে না ফেরায় খুঁজতে বেরোন। খুঁজতে খুঁজতে ওই বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে পান মহিলা। মহিলাকে দেখে পালায় দুই যুবক। প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি ওই মহিলা। পরে জানাজানি হতেই সকালে ওই বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় লোকজন। আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।