
বারুইপুর: রাস্তায় ফেলে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী পল্লিতে। এই মারধরের ঘটনায় আক্রান্ত তৃণমূল কর্মীর নাম বিজয় রায়। তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মুনমুন মণ্ডলের স্বামী গৌতম মণ্ডল লটারি দোকানের আড়ালে সাট্টার ঠেক চালাতেন। আর তারই প্রতিবাদ করেছিলেন বিজয়।
মঙ্গলবার রাতে বিজয় রাস্তায় একা পেয়ে হামলা চালানো হয়। অভিযোগ, গৌতম ও তাঁর স্ত্রী রীতিমতো রাস্তায় বিজয়কে ব্যাপক মারধর করেন। মারধরের সময়ে ভিডিয়ো করা হয়, রীতিমতো ভাইরাল হয়ে যায়।
যদিও অভিযুক্তের দাবি, বিজয় তাঁর মায়ের দোকানে ৬০ টাকা বাকি রেখেছিলেন। আর সেই টাকা চাওয়ায় বিজয় মুনমুন মণ্ডলের মাকে মারধর করেন। সেই মারধর করার ঘটনাটি জানতে পেরেই বিজয়কে রাস্তায় তারা ধরে ফেলেন। তখনই বচসা থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তাঁরা।
যদিও এই ঘটনার পর বিজয় ও তাঁর লোকজন গৌতম মণ্ডলের লটারি দোকানটি ভেঙে রাস্তার পাশে নয়ানজুলিতে ফেলে ফেলে দেন বলে পাল্টা অভিযোগ। যদিও এই ঘটনায় এই ঘটনায় এখন কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। তবে বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা জানিয়েছেন বিষয়টি প্রশাসন দেখবে কি হয়েছে না হয়েছে।