বেহালা: ফাঁকা বাড়ি। মালিক গিয়েছেন ছেলের কাছে। সেটা বোধহয় জেনে গিয়েছিল ওরা। ব্যস সেই সুযোগেই বড় ঘটনা ঘটে গেল। এলাকাবাসী যখন জানতে পারল কার্যত চক্ষুচড়ক গাছ হওয়ার জোগাড় তাঁদের। পরে বাড়ির মালিককে জানানো হয় ফোন করে।
বেহালার কালীপদ মুখোপাধ্যায় রোড। সেখানেই সুধেন্দু বিকাশ বাগ। বেশ কয়েক দিন আগেই তার ছেলের কাছে যান বাড়ি বন্ধ করে। ছেলে পেশায় ব্যাঙ্ক ম্যানেজার। সেই কারণে কাজের সুবাদে ওড়িশাতেই থাকেন। পুত্রের কাছে দেখা করতে গিয়েছিলেন সুধেন্দুবাবু ও তাঁর স্ত্রী। ফলে বাড়ি ছিল ফাঁকা।
সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। রবিবার দুপুরে এক প্রতিবেশী দেখেন, সুধেন্দুবাবুর বাড়ির ছাদের দরজা খোলা। সেই খবর জানাতেই তিনি বলেন বাড়ির নিচের দুটো দরজা দেখার জন্য। এসে দেখা যায় বাড়ির তালা ভাঙা। পরে হরিদেবপুর থানার পুলিশকে নিয়ে ঘরে গেলে দেখা যায় তছনছ অবস্থায় সব পড়ে আছে। এক আত্মীয়দের দাবি, অনেক কিছু সামগ্রী খোয়া গিয়েছে বাড়ি থেকে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি যখন গিয়েছি তখন দেখি তালা ভাঙা। তারপর কয়েকজনকে ডাকি। গিয়ে দেখি পিছনের তালাও ভাঙা। বাকি পুরোটা জানা যালে ওরা বাড়ি এলে।”