Bhangar: ভোটের সময় হিংসার অভিযোগ, ভাঙড় থেকে গ্রেফতার আরও ৩

Bhangar: পুলিশ সূত্রে খবর, জানা গিয়েছে অভিযুক্ত তিন ব্যক্তি ভাঙড়ের চকমরিচার বাসিন্দা। ভোটের দিন অশান্তির ঘটনায় এই তিন ব্যক্তির নাম জড়িয়েছিল।

Bhangar: ভোটের সময় হিংসার অভিযোগ, ভাঙড় থেকে গ্রেফতার আরও ৩
ভাঙড়ে গ্রেফতার ৩Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 19, 2023 | 3:13 PM

ভাঙড়: পঞ্চায়েত ভোটের সময় লাগাতার হিংসার অভিযোগ উঠেছিল ভাঙড় থেকে। অশান্তির সেই ঘটনার পর থেকেই তেড়েফুঁড়ে নেমেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল একের পর এক অভিযুক্তকে। এবার ভোট পর্বে অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার আরও তিন।

পুলিশ সূত্রে খবর, জানা গিয়েছে অভিযুক্ত তিন ব্যক্তি ভাঙড়ের চকমরিচার বাসিন্দা। ভোটের দিন অশান্তির ঘটনায় এই তিন ব্যক্তির নাম জড়িয়েছিল। দীর্ঘদিন ধরেই তাঁদের খোঁজ চালাচ্ছিল কাশিপুর থানার পুলিশ। শেষমেশ শুক্রবার রাত্রিবেলা তাঁদের গ্রেফতার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে চকমরিচা এলাকায় হানা দেয় কাশিপুর থানার পুলিশ। অভিযুক্তদের তাদের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। তবে এই তিনজনের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার দিনই বা তাদের কী ভূমিকা ছিল সেই সব বিষয় খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে কাশিপুর থানার পুলিশ। ধৃতদের শনিবার তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে।