Bhangar: ভাঙড়ে ‘আক্রান্ত’ আরাবুল ইসলাম, গাড়িতে ব্যাপক ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের
দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়েই আক্রান্ত। অভিযোগ, ভাঙচুর করা হয় আরাবুলের গাড়িতেই। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ওয়াড়ি এলাকায়। পতাকা তোলার সময়ে বিরোধী গোষ্ঠীর নেতা কর্মীরা আরাবুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পোলেরহাট থানার বিশাল বাহিনী। ভাঙড়ে আরাবুল ইসলাম ও শওকত মোল্লার মধ্যে […]
দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়েই আক্রান্ত। অভিযোগ, ভাঙচুর করা হয় আরাবুলের গাড়িতেই। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ওয়াড়ি এলাকায়। পতাকা তোলার সময়ে বিরোধী গোষ্ঠীর নেতা কর্মীরা আরাবুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পোলেরহাট থানার বিশাল বাহিনী।
ভাঙড়ে আরাবুল ইসলাম ও শওকত মোল্লার মধ্যে দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও সেই দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এল। আরাবুল ও তাঁর অনুগামীদের অভিযোগ, যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা শওকত মোল্লার অনুগামী। এদিন সকালে ওয়াড়িতে আরাবুল ইসলাম যখন দলের পতাকা তোলার পর বেরিয়ে আসছিলেন, তখনই তাঁর গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ। গাড়িতে ব্যাপক ভাঙচুর চলে। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরে লেদার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানার পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
এই ঘটনায় শওকত মোল্লার বক্তব্য, “ওয়াড়ি বুথে পঞ্চায়েত সমিতির প্রধান, কর্মাধ্যক্ষ-সকলেই পতাকা উত্তোলন করেছেন। তারপর কয়েকজনকে নিয়ে এসে সেই পতাকা নামিয়ে আবার তুলছিলেন, তখন প্রতিবাদ করেছেন।”