Bhangar: টাকা লুঠের চেষ্টা, না পেয়ে সবজি ব্য়বসায়ীকে গুলি দুষ্কৃতীদের

Satyajit Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 09, 2025 | 4:53 PM

Bhangar: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনিয়া এলাকার বাসিন্দা চিত্ত ঘোষ। তিনি পেশায় সবজি ব্যবসায়ী। রাত একটা নাগাদ গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাজারের আদূরেই তিনজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। সাদা স্কুটি করে এসে আটকায় তার পথ।

Bhangar: টাকা লুঠের চেষ্টা, না পেয়ে সবজি ব্য়বসায়ীকে গুলি দুষ্কৃতীদের
এই বাড়িতে থাকেন ব্যবসায়ী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভাঙড়: ছিনতাই করতে গিয়েছিল। তখনই বাধা। আর তারপরই গুলি সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ভাঙরের উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামুনিয়া এলাকার বাসিন্দা চিত্ত ঘোষ। তিনি পেশায় সবজি ব্যবসায়ী। রাত একটা নাগাদ গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাজারের আদূরেই তিনজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। সাদা স্কুটি করে এসে আটকায় তার পথ। এরপর তাঁর কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। বাধা  দিতে গেলে ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে।

ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডান হাতে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ। আহত ব্যক্তির স্বামী বলেন, “আমরা শুনলাম জিনিসপত্র নিয়ে কেউ বা কারা গুলি করে পালিয়ে গিয়েছে। জমি জায়গা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছিল। সেই সময়ই গুলি চলে। ওর অনেক শত্রু আছে। কে গুলি করেছে বলতে পারব না।”