Bhangar: আবাসের সার্ভে ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, উত্তেজনা ভাঙড়ে

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 06, 2024 | 10:52 AM

Bhangar: আইএসএফ এর অভিযোগ আবাস যোজনার ঘরের নামের তালিকা তৃণমূল নেতা ও কর্মীদের নাম রয়েছে এবং যাদের পাকা বাড়ি রয়েছে, তাদের নামে ঘর এসেছে। গরিব মানুষের নামে কোন তালিকা আসেনি। এরই প্রতিবাদ করতে গেলে আইএসএফ কর্মীদের তৃণমূল সমর্থকরা মারধর করে বলে অভিযোগ।

Bhangar: আবাসের সার্ভে ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, উত্তেজনা ভাঙড়ে
ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভাঙড়: ভাঙড়ে আবাস যোজনার ঘরের সার্ভেকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চক মরিচা এলাকায়। ISF ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ এর ঘটনায় এক আইএসএফ কর্মী আহত হয় বলে অভিযোগ। পালটা তৃণমূলের বেশ কয়েকজন আহত হয় বলে অভিযোগ তৃণমূলের।

আইএসএফ এর অভিযোগ আবাস যোজনার ঘরের নামের তালিকা তৃণমূল নেতা ও কর্মীদের নাম রয়েছে এবং যাদের পাকা বাড়ি রয়েছে, তাদের নামে ঘর এসেছে। গরিব মানুষের নামে কোন তালিকা আসেনি। এরই প্রতিবাদ করতে গেলে আইএসএফ কর্মীদের তৃণমূল সমর্থকরা মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের অভিযোগ সরকারি কর্মীরা সার্ভে করছে। সেই কাছে বাধা দিচ্ছে তৃণমূল। অন্য এলাকা থেকে আইএসএফের লোকজন তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করে। গরিব মানুষরা ঘর পাচ্ছে সেটা আইএসএফ কর্মীরা হতে দিতে চাইছে না। বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ।

Next Article