Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতার কোটি টাকার সরস্বতী পুজো! শওকত বললেন, ‘মন থাকলে করা যায়!’

Bhangar Sarawasti Pujo: পূজা উদ্যোক্তা প্রশ্ন শুনে সহাস্যে উত্তর, "ভালবেসে সকলে দিয়েছে। চাঁদা তুলে পুজো করেছি।" তবে কি চাঁদা তুলে এত বড় পূজা? শওকত মোল্লার সাফাই, "মন থাকলে করা যায়! এটার একটা মন চাই। এখানে অনেকেই গরিব। কিন্তু তাঁদের মন রয়েছে। তাঁদের লক্ষ্য পূরণের জন্য প্রচুর খাটে। পুজো উদ্যোক্তাদের মানসিকতা আর চেষ্টাকে স্যালুট করি।"

Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতার কোটি টাকার সরস্বতী পুজো! শওকত বললেন, মন থাকলে করা যায়!
ভাঙড়ে তৃণমূল নেতার কোটি টাকার সরস্বতী পুজোImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 23, 2026 | 10:20 PM

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে তৃণমূল নেতার কোটি টাকার সরস্বতী পূজা! বিজেপির অন্তত এমনটাই দাবি।  আহারে বাহারে এবং আপ্যায়নে বিগ বাজেটের যে কোনও দুর্গাপুজোকে হার মানাবে ভাঙড়ের সরস্বতী পূজা। ভাঙড়ের কুলবেড়িয়া মা কালী সঙ্ঘের এবছরের সরস্বতী পূজা ২৬ বছরে পড়ল। মণ্ডপ বুদ্ধ মন্দিরের আদলে তৈরি।প্রতিমা, আলোকসজ্জায় নজর কেড়েছে এই পুজো। যার জন্য খরচও বিস্তর। কত হতে পারে?

শুধু তাই নয়, পুজোর জমকালো উদ্বোধনেই খরচ লক্ষ লক্ষ টাকা। মঞ্চ, লাইট, বাজি প্রদর্শন, অতিথি বরণ সবকিছুতেই চমকের পর চমক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, প্রধান- উপপ্রধান, রাজনৈতিক নেতৃত্ব-সহ প্রায় জনা পঞ্চাশেক।

যেখানে অতিথি বরণ হিসাবে দেওয়া হয়েছে রূপোর কলম, বাঁধানো ছবি, মোয়ার হাড়ি-সহ নানান জিনিস।  এছাড়া কয়েকহাজার মানুষকে কম্বল, শাড়ি দেওয়া হয়েছে। দুঃস্থ বাচ্চাদের দেওয়া হয়েছে গিফট! কী নেই আয়োজনে। প্রত্যেকদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজেপির দাবি, লক্ষ নয়, কোটির গণ্ডি পেরোবে! কিন্তু টাকার উৎস?

খরচ ঢের! টাকা আসছে কোথা থেকে?

এক পুজো উদ্যোক্তা প্রশ্ন শুনে সহাস্যে উত্তর দিলেন, “ভালবেসে সকলে দিয়েছে। চাঁদা তুলে পুজো করেছি।” তবে কি চাঁদা তুলে এত বড় পুজো? মণ্ডপে উপস্থিত শওকত মোল্লার বক্তব্য, “মন থাকলে করা যায়! এটার একটা মন চাই। এখানে অনেকেই গরিব। কিন্তু তাঁদের মন রয়েছে। তাঁদের লক্ষ্য পূরণের জন্য প্রচুর খাটে। পুজো উদ্যোক্তাদের মানসিকতা আর চেষ্টাকে স্যালুট করি।”

স্বাভাবিকভাবেই দূরে থাকেনি রাজনীতি। এলাকার বিজেপি নেতা অবনী মণ্ডল বললেন, “পুজোর যা আয়োজন করা হয়েছে, কোটি টাকার কম নয়। প্রশ্ন হচ্ছে টাকা কোথা থেকে এল? এটাই তো তৃণমূলের কালচার। সরস্বতী পুজোর যা প্যান্ডেল, যা গিফট দেওয়া হচ্ছে, কোথা থেকে টাকা পেল? সেই উৎসটা বলুক।”