
কলকাতা: ভাঙড়ে খুন হওয়া রজ্জাক খাঁ-র শরীরে ৫ টি গুলি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। মাথায় তিনটি ও বুকে দুটি গুলি পাওয়া গিয়েছে। ডানদিকের ঘাড়ে কোপ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুলি দেখে তদন্তকারীদের অনুমান দেশীয় বন্দুক দিয়ে গুলি করা হয়েছে। এইট এমএম গুলি পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।
এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে ধরা যায়নি বলে পুলিশ সূত্রের খবর। শুক্রবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। অভিযুক্তরা গ্রামের রাস্তা দিয়ে কোন দিকে গেল, তা জানার জন্য হন্যে হয়ে ঘুরছে পুলিশ।
রজ্জাক খুনে এখনও কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর মাঝেই নিরাপত্তা রক্ষী পেয়েছেন বেশ কয়েকজন নেতা। তার মধ্যে চালতাবেড়িয়া অঞ্চলের প্রধান সহ আরও এক নেতাকে দেওয়া হল নিরাপত্তারক্ষী। চালতাবেড়িয়া অঞ্চলের প্রধান নিজাম মোল্লা ও অহিদুল ইসলামকে একটি করে নিরাপত্তা দেওয়া হয়েছে।
ছাত্রনেতা সাবিরুল ইসলাম, জেলাপরিষদ সদস্য তথা কৃষি ও সেচ সমবায় সমিতির কর্মাধক্ষ্য বাহারুল ইসলামকে আরও একজন করে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। ভাঙড় ২ সংখ্যালঘু সেলের সভাপতি মহাসিন গাজীর একজন নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে।