Bhangar: দুষ্কৃতীদের গুলিতে খুন, শওকত ঘনিষ্ঠ সেই TMC কর্মীর পরিবারকে সরকারি চাকরি দিচ্ছেন মমতা

Bhangar: গত ১০ জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় রজ্জাক খাঁ-কে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজ্জাকের। মৃতের শরীরে ৫ টি গুলি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Bhangar: দুষ্কৃতীদের গুলিতে খুন, শওকত ঘনিষ্ঠ সেই TMC কর্মীর পরিবারকে সরকারি চাকরি দিচ্ছেন মমতা
মৃতের পরিবারের পাশে শওকত মোল্লাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 12, 2025 | 4:28 PM

ভাঙড়: ভাঙড়ে খুন তৃণমূল নেতা রজ্জাক খাঁ। তিনি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে অভিযোগ। সেই ঘটনায় এবার মৃত রাজ্জাক খানের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃত তৃণমূল নেতার স্ত্রী পাচ্ছেন গ্রুপ ডি চাকরি।

গত ১০ জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় রজ্জাক খাঁ-কে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজ্জাকের। মৃতের শরীরে ৫ টি গুলি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। মাথায় তিনটি ও বুকে দুটি গুলি পাওয়া গিয়েছে। ডানদিকের ঘাড়ে কোপ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুলি দেখে তদন্তকারীদের অনুমান দেশীয় বন্দুক দিয়ে গুলি করা হয়েছে। এইট এমএম গুলি পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। যদিও, অভিযুক্তদের মধ্যে কাউকে ধরা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

শনিবার দুপুরে রজ্জাকের বাড়িতে আসেন বিধায়ক শওকত মোল্লা। সেখানে এসেই গ্রুপ-ডি চাকরির কথা জানান তিনি। পরিবার সূত্রে খবর, রজ্জাকের স্ত্রী কন্যা এবং ছেলেকে নিয়ে মোট চারজনের সংসার ছিল। বর্তমানে সংসারে আয় করার মতো আর কেউ নেই। খুনের পরই শওকত মোল্লা বাড়িতে এসে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। সেই কথা মতোই রাজ্জাকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বিধায়ক শওকত মোল্লা বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী এই চাকরির ব্যবস্থা করছেন। আমরা সমস্ত কাগজপত্র জমা দেব সোমবার।”