ভাঙড়: পুজোর মধ্যে ফের বোমাতঙ্ক ভাঙড়ে। ঘটনা মরিচা মধ্যপাড়া এলাকার। ষষ্ঠীর সকালে ব্যাগ ভর্তি বোমার মশলা উদ্ধার কাশীপুর থানার মরিচা গ্রামে। ঘটনায় উৎসবের আবহে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন গ্রামের পাশে জঙ্গলের ভিতর থেকে ব্যাগ ভর্তি বোমা তৈরির মশলা উদ্ধার করে পুলিশ। পুলিশের তরফে পাওয়া খবরে জানা যাচ্ছে, একটি ব্যাগ ভর্তি বোমা তৈরির বারুদ, সুতলি সহ অন্যান্য সরঞ্জাম ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেগুলিই উদ্ধার করা হয়েছে।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কে বা কারা ওখানে বোমা তৈরির সরঞ্জাম রেখে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রামের বাসিন্দাদের। পুলিশ সূত্রে খবর, এদিন ওই এলাকায় জঙ্গল পরিষ্কার করছিলেন গ্রামের কয়েকজন। তখনই তাঁরা দেখেন প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে।
গ্রামের মানুষরাই ব্যাগ খুলে দেখেন সেই ব্যাগের মধ্যে বারুদ-সহ বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম রয়েছে। খবর চাউর হতেই এলাকায় তা নিয়ে চাপানউতোর শুরু হয়ে যায়। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ব্যাগ সমেত সমস্ত বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রসঙ্গত, এর আগে পঞ্চায়েত নির্বাচনের পর মরিচা গ্রামে বোমা তৈরি করতে গিয়ে চারজন গুরুতর জখম হয়েছিলেন। এ ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে বিস্তর শোরগোল পড়ে গিয়েছিল। নির্বাচনের দিনও ভাঙড়ের নানা প্রান্তে ব্যাপাক বোমাবাজির অভিযোগ উঠেছিল। প্রাণও গিয়েছিল অনেকের। নির্বাচনের পরেও সেই রেশ অব্যাহত ছিল। এরইমধ্যে এবার ফের কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাওয়ায় তা নিয়ে শোরগোল শুরু হয়েছে নানা মহলে।