Sonarpur: পেটে মদ পড়লেই একেবারে অন্য মানুষ! মাঝরাতে শ্যালকের কান কামড়ে যা কীর্তি ঘটালেন জামাইবাবু

Satyajit Mondal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 22, 2025 | 12:25 PM

Sonarpur: গভীর রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পর সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রাজা শ্রীবাস্তব।

Sonarpur: পেটে মদ পড়লেই একেবারে অন্য মানুষ! মাঝরাতে শ্যালকের কান কামড়ে যা কীর্তি ঘটালেন জামাইবাবু
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

সোনারপুর: পারিবারিক অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। মদ খেয়ে বাড়ি ফিরলেই মেজাজ বদলে যায়। সামনে স্ত্রীকে পেলে মারধর করতেও ছাড়তেন না। কিন্তু তাই বলে মধ্যরাতে শ্য়ালকের সঙ্গে যা করলে, তা ভাবতেও পারেনি পরিবার। আপাতত জামাইবাবুর কোনও পাত্তা নেই। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লীর ঘটনা। সোনারপুর মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। পরিবারের তরফে জানানো হয়েছে, প্রায় প্রতিদিন মদ্যপান করেন সৌরভ। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করতেন। শুক্রবার গভীর রাতেও একই ঘটনা ঘটে। স্ত্রীর উপর অত্যাচার চালাতে থাকেন সৌরভ! পাশের বাড়িতেই থাকেন সুস্মিতার ভাই রাজা। তিনি দিদির কান্নার আওয়াজ শুনে ও মারধর করার শব্দ শুনে ছুটে যান।

শ্যালক রাজা শ্রীবাস্তব জামাইবাবুর হাত থেকে দিদিকে বাঁচানোর চেষ্টা করেন। তখনই সৌরভ আরও হিংস্র হয়ে ওঠেন বলে অভিযোগ। আর নেশার ঘোরে সৌরভ নিজের রাগ সামলাতে না পেরে শ্যালকের কানে কামড় বসিয়ে দেন। শুধু তাই নয়, শ্য়ালককে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ। গুরুতর আহত হন রাজা। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি। গভীর রাতে এই ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পর সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রাজা শ্রীবাস্তব। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করলেও এবার পুরো বিষয়টি আইনি পথে মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সৌরভ সেনের খোঁজ চলছে এবং দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে।