Budge Budge: গলায় পিতলের কলসি বেঁধে খালে ঝাঁপ নববধূর

Budge Budge: জানা গিয়েছে, প্রায় সাত মাস আগে মহেশতলার ডাকঘর এলাকায় বিয়ে হয় মৌসুমীর। কিন্তু তাঁর সংসারে বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছিল বলে জানা গিয়েছে।  গত দু-তিন দিন আগে বাপের বাড়ি এসেছিলেন মৌসুমী দাস।

Budge Budge: গলায় পিতলের কলসি বেঁধে খালে ঝাঁপ নববধূর
নিখোঁজ গৃহবধূImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 16, 2023 | 2:09 PM

 বজবজ: গলায় পিতলের কলসি বেঁধে খালে ঝাঁপ নববধূর। ঘটনাটি ঘটেছে বজবজের পূজালিতে। পূজালি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তাতিপাড়ায় মানসিক অবসাদের জেরে গলায় পিতলের কলসি বেঁধে খালে ঝাঁপ দেন এক গৃহবধূ। তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম মৌসুমী দাস।

জানা গিয়েছে, প্রায় সাত মাস আগে মহেশতলার ডাকঘর এলাকায় বিয়ে হয় মৌসুমীর। কিন্তু তাঁর সংসারে বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছিল বলে জানা গিয়েছে।  গত দু-তিন দিন আগে বাপের বাড়ি এসেছিলেন মৌসুমী দাস।

শুক্রবার সকালে এলাকার খালের ধারে তাঁকে ঘোরাফেরা করতে দেখেছিলেন বেশ কয়েকজন। তবে তাঁর হাতের কলসি তখনও কেউ দেখতে পাননি।  তারপির এক জন দূর থেকে দেখেন হঠাৎই তিনি গলায় পিতলের কলসি বেঁধে খালে ঝাঁপ দেন। যতক্ষণে তিনি দৌড়ে আসেন, ততক্ষণে তিনি খালে তলিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন পূজালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূজালি থানার পুলিশ। সকালে ডুবুরি নামানো হলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই গৃহবধূর। কী কারনে এই ঘটনা ঘটল, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পূজালি থানার পুলিশ। পূজালির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।