Budge Budge deadbody recover: ভূত চতুর্দশীর দিনই পাড়ার পুকুরে যা ভেসে উঠতে দেখলেন, গায়ের লোম খাড়া হল পড়শিদের

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 11, 2023 | 6:49 PM

Budge Budge deadbody recover: মৃতের নাম শুভাশীস মান্না (৩২)। জানা গিয়েছে, ওই যুবক বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। ইতিমধ্যেই তাঁর খোঁজে উতলাও হয়ে উঠেছিল পরিবারের লোকজন। থানায় নিখোঁজ ডায়রিও করা হয়েছে। এরপর আজ বাড়ির পিছনের একটি পুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।

Budge Budge deadbody recover: ভূত চতুর্দশীর দিনই পাড়ার পুকুরে যা ভেসে উঠতে দেখলেন, গায়ের লোম খাড়া হল পড়শিদের
মৃতদেহ উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বজবজ: দু’দিন বাড়ি ফেরেননি। তাঁর খোঁজে চলছিল লাগাতার তল্লাশি। অবশেষে খোঁজ মিলল তাঁর। পানা পুকুরের মধ্যে ভাসতে দেখা গেল তাঁকে। যা দেখে তাজ্জব স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনার বজবজ সেনপুকুরের ঘটনা।

মৃতের নাম শুভাশীস মান্না (৩২)। জানা গিয়েছে, ওই যুবক বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। ইতিমধ্যেই তাঁর খোঁজে উতলাও হয়ে উঠেছিল পরিবারের লোকজন। থানায় নিখোঁজ ডায়রিও করা হয়েছে। এরপর আজ বাড়ির পিছনের একটি পুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বজবজ তদন্ত কেন্দ্রের পুলিশ। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ খুন নাকি অন্য কিছু।

মৃতের এক আত্মীয় রবীন মান্না বলেন, “বৃহস্পতিবার সকালে রোজের মতোই বেরিয়েছিল। তারপর দুদিন আর ফিরে আসেনি। বিকেলে ফোন করে দেখি বন্ধ। আজ সকালে পাশের পুকুরে কিছু একটা ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দিতে এসে দেখছে কাকার ছেলের মৃতদেহ।”

Next Article