Budge Budge: টাকা চেয়ে না পাওয়ায় মদের বোতল ভেঙে গলায় ‘ঢোকাল’ দুই মদ্যপ

Souvik Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 30, 2024 | 2:20 PM

Budge Budge: সোমবার রাত এগারোটার সময় দুই মদ্যপ যুবক রাস্তার তাঁর পথ আটকায়। তাঁর কাছ থেকে টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় তাঁদের হাতে থাকা বোতল ভেঙে সুজিতের গলায় ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।

Budge Budge: টাকা চেয়ে না পাওয়ায় মদের বোতল ভেঙে গলায় ঢোকাল দুই মদ্যপ
শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা:  দুই মদ্যপ যুবক টাকা না পেয়ে বোতল ভেঙে দোকানের কর্মচারী গলায় ঢুকিয়ে খুনের চেষ্টার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ফায়ার স্টেশনের সামনে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, আক্রান্তের নাম সুজিতকুমার দাস (৬০)।  তিনি বজ বজের একটি ওষুধ দোকানে  চার বছর ধরে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত এগারোটার সময় দুই মদ্যপ যুবক রাস্তার তাঁর পথ আটকায়। তাঁর কাছ থেকে টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় তাঁদের হাতে থাকা বোতল ভেঙে সুজিতের গলায় ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।
আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় দোকানিরা। অনেকে চলে এলে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা। সুজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ২৩ থেকে ২৪ টি সেলাই পড়ে। ওই ব্যক্তির টাকা না থাকার কারণে হামলা চালায় বলে অভিযোগ।

গোটা ঘটনায় বজবজ থানায় অভিযোগ দায়ের করেছেন সুজিত যে দোকানে কাজ করেছেন, সেই দোকানের মালিক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Next Article