
দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনার টাকা পেয়েছিলেন। পারিবারিক জমিতেই বাড়ি তৈরি করছিলেন বছর পঁয়ত্রিশের দেবাশিস খাঁ। কিন্তু তার জেরেই অশান্তি। দিতে হল প্রাণ। বাড়ি তৈরি নিয়ে পারিবারিক বিবাদের জেরে নৃশংসভাবে খুন হলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবাশিস খাঁ (৩৫)। রবিবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজের ভাসা মনসাতলায়। এই ঘটনায় নিহত যুবকের কাকা ও তাঁর ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় খাঁ পরিবারের বাস দীর্ঘদিনের। সম্প্রতি বাংলা আবাস যোজনায় দেবাশিসের পরিবার একটি বাড়ি পায়। সেই বাড়ি তৈরি চলছিল। দেবাশিসের পাশেই থাকেন কাকা মানিক খাঁ। তাঁদের অভিযোগ, বাড়ির একটা অংশ তাঁদের জমিতে হচ্ছে। এই ঘটনা নিয়ে শনিবার থেকে দুই পরিবারের মধ্যে গন্ডগোল চলছিল। আজ ছাদ ঢালাইয়ের কথা ছিল।
অভিযোগ, সেইসময় দেবাশিসকে ধরে রড দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় বজবজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। গ্রেফতার হয় কাকা মানিক খাঁ ও তাঁর ছেলে আশিস খাঁ।