AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Royal Bengal Tiger: মুক্তির স্বাদ পেতেই একলাফে নদীতে ঝাঁপ, নিমেশে ম্যানগ্রোভে মিলিয়ে গেল খাঁচাবন্দি সেই রয়্যাল বেঙ্গল টাইগার

Kultoli: নদী বক্ষেই খাঁচাবন্দি হয়েই দীর্ঘক্ষণ তর্জন-গর্জন করতে দেখা গিয়েছিল বাঘটিকে। যদিও ধরা পড়ার পর পরই খাঁচায় থাকা ছাগলকে চেটেপুটে খেয়ে খেয়ে ফেলে সে।

Royal Bengal Tiger: মুক্তির স্বাদ পেতেই একলাফে নদীতে ঝাঁপ, নিমেশে ম্যানগ্রোভে মিলিয়ে গেল খাঁচাবন্দি সেই রয়্যাল বেঙ্গল টাইগার
কুলতুলিতে বন্দি বাঘকে জঙ্গলে ছেড়ে দেওয়া হল। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 8:23 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: কুলতলির খাঁচাবন্দি সেই রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)  ছাড়া হল সুন্দরবনে (Sundarban)। কুলতলির ভুবনেশ্বরী গ্রামের নস্কর ঘেরিতে বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়েছিল একটি ৮ বছরের পূর্ণবয়স্ক বাঘ (Tiger)। আর সেই বাঘ ধরাকে কেন্দ্র করেই আশেপাশের গ্রামের বাসিন্দাদের মন থেকে আতঙ্ক দূর হয় অনেকটাই। সেদিন রাতেই বন দফতর অতি সতর্কতার সঙ্গে বাঘটিকে বোটে চাপিয়ে নিয়ে গিয়েছিল রায়দিঘি রেঞ্জের অন্তর্গত বনি ক্যাম্পে। নদী বক্ষেই খাঁচাবন্দি হয়েই দীর্ঘক্ষণ তর্জন-গর্জন করতে দেখা গিয়েছিল বাঘটিকে। যদিও ধরা পড়ার পর পরই খাঁচায় থাকা ছাগলকে চেটেপুটে খেয়ে খেয়ে ফেলে সে।

সেই রয়েল বেঙ্গল টাইগারটির বুধবার সকালেই স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয় কুলতলি ও বাসন্তী ব্লকের ঝড়খালি থেকে আশুতোষ বিশ্বাস ও বাসুদেব দত্ত নামের দুই পশু বিশেষজ্ঞ চিকিৎসককে। দিনভর বাঘটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন। তার পর সেই চিকিৎসকদের পরামর্শ মেনেই আবার জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বিকাল তিনটে চল্লিশ মিনিট নাগাদ আরও একবার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পরই চিকিৎসকদের পরামর্শ মেনে রামগঙ্গা রেঞ্জের অন্তর্গত ডুলিভাসানী সাত নম্বর জঙ্গলের গাজীরচর এলাকায় ছাড়ার জন্য নিয়ে যাওয়া হয়। জঙ্গলের দিকে মুখ করেই বোটের ওপরে থাকা লোহার খাঁচা খুলে দিতেই বাঘটি মুক্তির স্বাদ পেয়ে এক লাফে ঝাঁপিয়ে পড়ে নদীর জলে।

এরপর দ্রুততার সাথে সাঁতরে গিয়ে ওঠে জঙ্গল লাগোয়া নদীর জল সাঁতরে পাড়ে উঠে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। মূলত এদিন সকালে তাকে তাকে বেশি করে জল খাওয়ানো হয়েছিল। যেহেতু রাতে আস্ত একটি ছাগলকে সাবাড় করে দিয়েছিল। ৮ বছরের তরতাজা বাঘটি একেবারেই শারীরিকভাবে সুস্থ বলে অভিমত চিকিৎসকদের। ফলে তার শিকার ধরার ক্ষেত্রে কোন সমস্যা নেই। যেহেতু সে লোকালয়ে চলে এসেছিল এবং সেই গ্রামে চলে আসার স্বাদ পেয়েছিল তাই কোনভাবেই তাকে কাছে পিঠে জঙ্গলে ছাড়ার আর কোন ঝুঁকি নিতে চায়নি বন দফতর। সেই কারণেই এ দিন সুন্দরবন পরিমণ্ডলের যুগ্ম অধিকর্তা অজয় কুমার দাস, দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগের ডিএফও মিলন কান্তি মন্ডল ও এডিএফও অনুরাগ চৌধুরীর উপস্থিতিতেই অভিজ্ঞ বনকর্মীরা কুলতলির খাঁচাবন্দি করা হওয়া বাঘটিকে ছেড়ে দেওয়া হয় লোকালয় থেকে অনেক দূরের সুদূর ঢুলিভাসানী জঙ্গলে।  যাতে অতি সহজে ওই বাঘটি নদী সাঁতরে আবার লোকালয়ে চলে আসতে না পারে।

আরও পড়ুন: Bidhan Sabha: বিধান রায়, জ্যোতি বসু…মমতা, মুখ্যমন্ত্রীদের বক্তৃতার সংকলন প্রকাশের উদ্যোগ বিধানসভার 

আরও পড়ুন: Bipin Rawat Dies: ৫ মাস আগে তাঁর হাত থেকে নিয়েছিলেন শংসাপত্র, বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকবিহ্বল হলদিয়ার ‘বিস্ময় জুতো’-র আবিষ্কর্তা