ভাঙড়: নতুন বছর শুরু হতেই তৃণমূলের অন্দরে একটাই বিতর্ক শুরু হয়েছে তা হল ‘নবীন-প্রবীন’ দ্বন্দ্ব। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার প্রথম এই নিয়ে মন্তব্য করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্ব আগামী দিনেও দেবেন। উনি আমাদের নেতা” আর বিধায়কের এই তাৎপর্যপূর্ণ মন্তব্যের পর তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি তিনি এবার দলের নবীনদের হয়ে সওয়াল করছেন?
বস্তুত, তৃণমূলের নতুন এবং পুরনোদের দ্বন্দ্ব নিয়ে গতকাল একের পর এক মুখ খোলেন দলের তথাকথিত প্রবীণ নেতারা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ আরও অনেকে। মূলত, সোমবার প্রতিষ্ঠা দিবসের দিন কার্যত আগ্রাসী মেজাজে সুব্রত বক্সীকে খোঁচা দিয়ে দলের প্রবীণ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেছিলেন, “অভিষেক নেতা। ও পিছিয়ে কেন যাবে?”যদিও, গতকাল বিকেলের মধ্যেই সুর নরম কুণালের। তুলে ধরেন নবীব প্রবীণ সমন্বয়ের কথা। বলেন, “তৃণমূল এক ও ঐক্যবদ্ধ। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে সুব্রত বক্সীদের মতো সিনিয়র রয়েছেন। নতুন পুরনো মিলিয়েই কাজ করতে হবে।”
এই পরিস্থিতির মধ্যেই এবার অভিষেকের হয়ে সুর মেলালেন শওকত। উনি আমাদের নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দক্ষ সেনাপতি। তিনি ভাল-মন্দ সবকিছু বোঝেন। দলের নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনেও দেবেন।”
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন অভিষেক। এরপরেই,মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন ‘তৃণমূল সেনাপতি’। সেখানে উপস্থিত ছিলেন শওকত। অভিষেক ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তৃণমূলের এই বিধায়ক পরে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করার পর ফের একবার পুরনো বিতর্ক মাথা চারা দিয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও, নিজের বক্তব্যে ক্যানিং পূর্বের বিধায়ক এও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তাঁরা লোকসভা ভোটে লড়বেন। এবং শেষ হাসি হাসবেন।