দক্ষিণ ২৪ পরগনা: গাড়ির জানালা দিয়ে বেরিয়েছিল কান। তা দেখেই সন্দেহ হয়েছিল কর্তব্যরত পুলিশ কর্তাদের। পুলিশ ভ্যান নিয়েই ধাওয়া করা হয় ইনোভা গাড়িটিকে। গাড়ির গতিবেগ বাড়িয়ে দেন ইনোভার চালকও। শেষমেশ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা। মারাত্মক জখম হন গাড়ি চালক। ইনোভা গাড়িতে গরু পাচার করতে গিয়ে আহত হন গাড়িচালক। মৃত্যু হয়েছে একটি গরুর। দুর্ঘটনাটি ঘটেছে সোনারপুরের বারেন্দ্রপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রফিক খান নামে এক ব্যক্তি ইনোভা গাড়িতে তিন গরু পাচার করছিলেন। সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। রাতে টহলদারি পুলিশের নজরে পড়ে গাড়িটি। গাড়ির জানালা থেকে গরুর কান কোনওভাবে দেখতে পেয়ে গিয়েছিলেন পুলিশ কর্মীরা। তাতে সন্দেহ হয়।
গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। কিন্তু গাড়ির গতিবেগ আরও বাড়িয়ে দেন চালক। কিছু অপরাধ রয়েছে বুঝেই পিছনে ধাওয়া করে পুলিশের গাড়িও। দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইনোভা গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে সামনে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ কর্মীরা রক্তাক্ত অবস্থায় গাড়িচালককে উদ্ধার করেন। তাঁকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। গাড়িতে থাকা আরও দুজন পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইনোভা গাড়ির পেছনের সিট খুলে গরু পাচার চলত। গাড়িটিতে মোট তিনটি গরু ছিল। দুর্ঘটনায় একটি গরু মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকি দুটি গরুকে উদ্ধার করা হয়েছে। যাতে দেখে সন্দেহ না হয় তারজন্য ইনোভা গাড়ি করে গরু পাচারের কাজ করা হচ্ছিল বলে মনে করছে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।