Basanti Chaos: জমি দখলের গ্রাম্য বিবাদে ফেলে পেটানো হল মহিলাদের, এলাকায় বিশাল পুলিশ
Basanti: আক্রান্ত পরিবারের মহিলাদের দাবি, সেই সময় বাড়িতে কোনও পুরুষ ছিলেন না। সেই সময়েই বিবাদমান ওই জমিতে বাঁশ-খুঁটি এনে ফেলতে শুরু করে। সেই সময় আক্রান্ত পরিবারের এক মহিলা তাতে আপত্তি জানালেই, ঝামেলা শুরু হয়। অপর পরিবার দাবি করতে থাকে, ওই জমি তাঁদের।

বাসন্তী: জমি ঘিরে বিবাদ ঘিরে চরম উত্তেজনা বাসন্তীতে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকায় কুমড়াখালী গ্রামের ওই জমি ঘিরে এলাকারই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল অনেকদিন ধরেই। দু’পক্ষই দাবি করে আসছিল, সেই জমি তাদের। এসবের মধ্যেই শুক্রবার সকালে পরিস্থিতি চরমে পৌঁছায়। জমি বিবাদ ঘিরে লাঠি, শাবল দিয়ে মারধরের অভিযোগ ওঠে। এমনকী বেশ কয়েক রাউন্ড গুলিও চলানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিবাদমান দুই পক্ষেই থানায় অভিযোগ জানিয়েছে। এদিকে খবর পাওয়া মাত্রই বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পৌঁছায় গ্রামে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আক্রান্ত পরিবারের মহিলাদের দাবি, সেই সময় বাড়িতে কোনও পুরুষ ছিলেন না। সেই সময়েই বিবাদমান ওই জমিতে বাঁশ-খুঁটি এনে ফেলতে শুরু করে। সেই সময় আক্রান্ত পরিবারের এক মহিলা তাতে আপত্তি জানালেই, ঝামেলা শুরু হয়। অপর পরিবার দাবি করতে থাকে, ওই জমি তাঁদের। এই নিয়েই আক্রান্ত পরিবারের মহিলাদের লাঠি, শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই সময় শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। এরপর ঝামেলা বাড়তেই আশপাশের প্রতিবেশীরা এসে ঝামেলা থামানোর চেষ্টা করেন।
আক্রান্ত পরিবারের দাবি, তাঁরা তৃণমূলের মূল সংগঠনের সঙ্গে যুক্ত। এবং হামলাকারী পরিবার, তৃণমূল যুবর সঙ্গে যুক্ত। যদিও এই ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর কোনও যোগ রয়েছে, নাকি শুধুই গ্রামীণ কোন্দল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিকে ঝামেলার পর থেকে হামলাকারী পরিবারেরও কারও তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
তবে এলাকাবাসীরা বলছেন, তাঁরা দীর্ঘদিন ধরে দেখে আসছেন যে পরিবার আক্রান্ত হয়েছে, সেই পরিবারই ওই জমিতে বসবাস করে আসছে। কিন্তু এসবের মধ্যেই অপর পক্ষ দাবি করছে, ওই জমিটি তাঁদের। এরপরই আজ সকালে জায়গা দখল করাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় বলে দাবি এলাকাবাসীদের।
