কুলতলি: মাছের জালে ধরা দিল বিরল প্রজাতির ডলফিন (Dolphin)। কুলতলি থানার কুন্দখালি-গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকায় পিয়ালি নদীতে (Piyali River) জাল পেতেছিলেন পাঁচু সরদার। তার জালেই ধরা দিয়েছে ডলফিন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে বিরল প্রজাতির ডলফিন দেখতে ভিড় জমান বহু মানুষ।
এরপর খবর দেওয়া হয় কুলতলি থানায়। স্থানীয় সূত্রের খবর, মুখে জাল জড়িয়ে থাকার কারণে ডলফিনটি অসুস্থ হয়ে পড়ে। ডলফিনটিকে সুস্থ অবস্থায় সমুদ্রে ছেড়ে দেওয়ার জন্য বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই মতো উদ্যোগ নেয় বন দফতর। কিন্তু তার আগেই বিরল প্রজাতির ডলফিনটির মৃত্যু হয়।
বারুইপুর রেঞ্জের পিয়ালী বিটের বন কর্মীরা এসে ডলফিনের দেহটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও বন বিভাগের এক কর্মী সন্দেহ প্রকাশ করেন এটা ডলফিন নয়, মাছ। বন বিভাগের কর্মী ভূতনাথ পুরকায়স্থ জানিয়েছেন, “এটা ডলফিন নয়, এটা এক ধরনের মাছ। তবে এমন মাছ আগে কখনও দেখিনি।”
আরও পড়ুন: চাষ করার সময় ভূতের উৎপাত, থানায় অভিযোগ জানালেন ব্যক্তি