
সোনারপুর: জমি সংক্রান্ত বিবাদের জেরে তপ্ত হয়ে উঠল সোনারপুর থানার মকরামপুর এলাকা। নিজের ভাইকে গলা কেটে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় চায়ের দোকানে চা খেতে গিয়েছিল আশরাফ সর্দার। অভিযোগ, অতর্কিতে তাঁরই দাদা কালু সর্দার ধারাল অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। একের পর এক কোপ মারে গলায়। ঘটনাস্থলেই লুটিয়ে পরে ভাই আশরাফ। রক্তে ভাসে রাস্তা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাই আহতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কালু সর্দার। পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে। জমি বিবাদকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা।
জেঠুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আশরাফের ছেলে আসান সর্দার। তাঁর অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে একাধিকবার দাদুকে মারধর করেছেন কালু সর্দার। বাড়িতে এসে খুনের হুমকিও দিয়ে গিয়েছিল এই কালু। এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল তার জেঠু। এমনও দাবি তাঁর। আগে এলাকায় মদও বিক্রি করতো। পরবর্তীকালে গাজার ব্যবসা শুরু করেন। পরিবারের অন্যান্য সদস্যরাও কালুর কঠোর শাস্তির দাবি করছে। একই দাবি প্রতিবেশীদেরও।