AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission News: ‘নিরাপত্তা দেওয়া হয়নি…’, মগরাহাট-কাণ্ডে রাজীব কুমারের কাছে রিপোর্ট চাইল কমিশন

C Murugan on Security Lapses: বিশেষ পর্যবেক্ষকের অভিযোগের ভিত্তিতে এবার রাজ্য় পুলিশের ডিজিকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। তাতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সংশ্লিষ্ট চিঠিতে লেখা রয়েছে, 'মহকুমা শাসক ও জেলার পুলিশ সুপারকে বিশেষ পর্যবেক্ষকের কর্মসূচি সম্পর্কে অবগত করার পরেও কোনও রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।

Election Commission News: 'নিরাপত্তা দেওয়া হয়নি...', মগরাহাট-কাণ্ডে রাজীব কুমারের কাছে রিপোর্ট চাইল কমিশন
বাঁদিকে রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার, ডানদিকে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jan 03, 2026 | 9:44 PM
Share

নয়াদিল্লি: যে প্রশ্ন শোনা গিয়েছিল সি মুরুগানের মুখে। এবার সেই প্রশ্ন ফিরে এল জাতীয় নির্বাচন কমিশনের চিঠির মধ্য়ে দিয়ে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠাল কমিশন। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে SIR-এর কাজে গিয়ে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের ‘বিক্ষোভ’ ও ‘হামলার’ মুখে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল জ্ঞানেশ কুমারের দফতর। প্রশ্ন তুলল বিশেষ পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে। পাশাপাশি, কী পদক্ষেপ করা হয়েছে, সেই মর্মেও রাজ্য পুলিশের ডিজির কাছে চাইল রিপোর্ট।

হামলার মুখোমুখি বিশেষ পর্যবেক্ষক

ঘটনা গত সোমবারের। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে একটি স্কুলে আয়োজিত এসআইআর শুনানি কেন্দ্রে নথিপত্র খতিয়ে দেখতে গিয়েছিলেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। সেই কাজের সময় কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এসে ভিড় জমান ওই স্কুলে। আগেই আঁচ পেয়ে পৌঁছে যায় উস্থি থানার পুলিশ। তখনকার মতো পরিস্থিতি সামাল দেওয়া যায়।

বিপত্তি ঘটে স্থানীয় একটি আইটিআই কলেজের পথে। বিশেষ পর্যবেক্ষকের অভিযোগ, পথেই তাঁর গাড়ি লক্ষ্য করে চড়াও হয় বিক্ষোভকারীরা। গাড়ির লক ভেঙে চালককে টেনে বের করার চেষ্টা চালান তাঁরা। সেই সময় মুরুগান বলেন, “আমি নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করতে এসেছি। তারপর ওরা যা করল, সেটা তো আমি রিপোর্ট করব।” রিপোর্ট তিনি পাঠিয়েছেন। দু’দিনের মাথায় নয়াদিল্লিতে রিপোর্ট পাঠান পর্যবেক্ষক।

নয়াদিল্লি থেকে এল চিঠি

বিশেষ পর্যবেক্ষকের অভিযোগের ভিত্তিতে এবার রাজ্য় পুলিশের ডিজিকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। তাতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সংশ্লিষ্ট চিঠিতে লেখা রয়েছে, ‘মহকুমা শাসক ও জেলার পুলিশ সুপারকে বিশেষ পর্যবেক্ষকের কর্মসূচি সম্পর্কে অবগত করার পরেও কোনও রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। ফলত তাঁকে নিরাপত্তা ছাড়াই নিজের কাজ করতে হয়েছে। এই ঘটনা আসলের রাজ্যের পুলিশ প্রশাসনের গুরুতর ত্রুটির ফসল।’

এই মর্মে রাজীব কুমারের কাছে একটি ‘অ্য়াকশন টেকেন রিপোর্ট’ অর্থাৎ ওই ঘটনার ভিত্তিতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়েছে কমিশন। চিঠিতে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৬ জানুয়ারি, মঙ্গলবার বিকাল ৫টার সেই এটিআর রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে যখনই কোনও ইলেক্টোরাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক কোনও এলাকায় পরিদর্শনে যাবেন, তখন তাঁর সরকারি দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা-সহ একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে অবশ্যই সঙ্গে রাখতে হবে বলেও নির্দেশ কমিশনের।