
সাগর: সদ্য উদ্বোধন হয়েছে গঙ্গাসাগর মেলার। আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে। তার ঠিক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড মেলা প্রাঙ্গনে। পূণ্যার্থীদের জন্য একাধিক ছাউনি তৈরি করা হয়েছে সাগরদ্বীপে। সেই ছাউনিতেই আগুন লেগে গিয়েছে। দাউদাউ করে জ্বলতে থাকে ছাউনিগুলি। শুধু তাই নয়, ভিতর থেকে বিস্ফোরণের শব্দও আসতে থাকে। কোনও সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্যই প্রতি বছর ভিড় বাড়ে এই সাগরমেলায়। এবারও সাধারণ মানুষের আনাগোনা বাড়ছে। সেই মকরস্নানের আগেই এই অগ্নিকাণ্ড ঘটে গেল। শুক্রবার ভোরে এই আগুন লাগে। হু হু করে ছড়িয়ে পড়ে সেই আগুন। ছাউনিগুলি শুকনো পাতা দিয়ে তৈরি, তাই আগুন ছড়িয়ে পড়ে সহজেই।
ভোররাতে মেলার ২ নম্বর স্নানঘাট এলাকায় মেলার জন্য তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের ছাউনিগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় মানুষজনই নেভানোর কাজে হাত লাগান। তবে অস্থায়ী ছাউনিগুলি সহজ দাহ্য হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছান সাগরের বিডিও কানাইয়াকুমার রায় সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, গতকালই আনুষ্ঠানিকভাবে সাগরমেলার উদ্বোধন হয়েছে।