Sonarpur: পকেটে পকেটে বন্দুক, সোনারপুরে কিসের ছক কষছিল পকাই-স্নেকরা? জোরদার তদন্তে পুলিশ

Sonarpur: সোনারপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে বিক্রম বাঁশি নামে এক যুবকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি ওয়ান সার্টার উদ্ধার করা হয়। এর আগেও অস্ত্র-সহ ২০১৫ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

Sonarpur: পকেটে পকেটে বন্দুক, সোনারপুরে কিসের ছক কষছিল পকাই-স্নেকরা? জোরদার তদন্তে পুলিশ
গ্রেফতার ৩ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 14, 2025 | 2:06 PM

সোনারপুর: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার সোনারপুর। ৩টি শর্ট ও ১টি লং আর্মস উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ৮ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে। ঘটনায় তিনজন গ্রেফতার। তাঁদের এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। ইতিমধ্য়েই ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের সঙ্গে আর কেউ যুক্ত কিনা, নেপথ্যে কোনও বড় চক্রের হাত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। 

সোনারপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে বিক্রম বাঁশি নামে এক যুবকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে একটি ওয়ান সার্টার উদ্ধার করা হয়। এর আগেও অস্ত্র-সহ ২০১৫ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে লাঙলবেড়িয়া থেকে অনুপ বিশ্বাস ওরফে পকাই ও হেমন্ত বাঁশি ওরফে স্নেক নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। এই দু’জনের কাছ থেকে আরও ২টি ছোট ওয়ান সার্টার ও ১টি বড় নলওয়ালা বন্দুক উদ্ধার করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮ রাউন্ড কার্তুজও। 

বছর তিনেক আগে বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতি সাধনের কাছ থেকে তাঁরা এই আগ্নেয়াস্ত্র কিনেছিল বলে জানা গিয়েছে। তবে এদের বিরুদ্ধে পুরানো ক্রাইম রেকর্ড নেই। তবে এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভয় দেখিয়ে তোলাবাজির কাজ করত বলে জানা গিয়েছে। এদিনই তাঁদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।