ভোটের বাংলায় রমরমিয়ে চলছিল ‘কাকা’র অস্ত্র কারখানা! মাঝরাতে দরজায় কড়া নাড়ল পুলিশ
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই স্থানীয় ( Kultali) বাসিন্দা আসমত মণ্ডল ওরফে কাকা নামে এক ব্যক্তির বাড়িতে সন্দেহভাজন লোকজনের আনাগোনা বাড়ছিল।
দক্ষিণ ২৪ পরগনা: ঘরের মধ্যেই চলছিল আস্ত একটি অস্ত্র কারখানা (Arm Factory)। গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র-সহ কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ। কুলতলি থানার মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের জেলেপাড়ার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই স্থানীয় বাসিন্দা আসমত মণ্ডল ওরফে কাকা নামে এক ব্যক্তির বাড়িতে সন্দেহভাজন লোকজনের আনাগোনা বাড়ছিল। সে খবর পুলিশের কানে পৌঁছতেই কান খাঁড়া ছিল তাদের। খোঁজ খবর নিয়ে যে তথ্য পুলিশের হাতে উঠে আসে, তাতে চোখ কপালে ওঠে! কাকার বাড়িতেই অস্ত্র তৈরি হচ্ছে বলে জানতে পারে পুলিশ।
আরও পড়ুন: ভোটের সন্ধ্যায় ‘হামলা’, মেরে বিজেপি নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ
এরপরই প্রথম দফার ভোটের দিন শনিবার গভীর রাতে মেরিগঞ্জে আসমতের বাড়ি ঘিরে ফেলে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্বে কুলতলি থানার পুলিশ। সোজা বাড়ির মধ্যে ঢুকে পড়ে তারা। তল্লাশি চালিয়ে বারান্দায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রগুলির হদিশ মেলে। আকস্মিক পুলিশি হানায় পালাতে পারেননি আসমত। গ্রেফতার করা হয় তাঁকে। ভোটের আগে এত অস্ত্র কী কাজে তৈরি হচ্ছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কোথায় এবং কাদের সেই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করা হতো, তাও জানার চেষ্টা করছে তারা।