ডায়মন্ড হারবার: বৃহস্পতিবার থেকে শুরু হবে বার্ধক্য ভাতা দেওযার কাজ। ৭০ হাজার বয়স্ক মানুষ এই ভাতা পাবেন। কিন্তু কারা পাবেন এই ভাতা? কয়েকদিন আগে বিজয়া সম্মিলনীতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার বৃদ্ধ-বৃদ্ধা, যাঁরা বার্ধক্য ভাতার আবেদন করেও পাননি তাঁদেরই দলের তরফে ভাতা দেওয়া হবে। আজ থেকে শুরু হবে এই ক্যাম্প।
দুয়ারে সরকারে রাজ্যজুড়ে বহু মানুষ বার্ধক্য ভাতার আবেদন জানিয়েছেন। কিন্তু, রেজিস্ট্রেশন হওয়ার কয়েক মাস পার হয়ে গেলেও তাঁদের বার্ধক্য ভাতা চালু হয়নি। বিজয়া সম্মিলনীর কর্মসূচিতে গিয়ে সেই সময় অভিষেক নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন সীমাবদ্ধ সাহায্য নিয়েই বয়স্ক মানুষদের পাশে তিনি দাঁড়াবেন। জানুয়ারি মাস থেকে এই ক্যাম্প করার কথা বললেও একমাস আগে থেকেই দলের তরফে বার্ধক্য ভাতা দেওয়ার কাজ শুরু করলেন সাংসদ।
প্রসঙ্গত, অভিষেকের এই ঘোষণার দিন বিরোধীদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ‘ক্যাশ ফর ভোট’ অর্থাৎ আসন্ন নির্বাচনের জন্য টাকার বিনিময়ে ভোট কিনতে চাইছে তৃণমূল এ হেন দাবি করেছিল বিজেপি। বিজেপি নেতা সুফল ঘটু বলেছেন, “সরকারি প্রকল্পের টাকা ডায়মন্ড হারবারের সাংসদ নিজে দেওয়ার জন্য আলাদা করে দফতর খুলেছেন পৌরসভা ও পঞ্চায়েত এলাকায়। তাহলে কি রাজ্য সরকার ব্যর্থ? এখানে তো অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত ফুটে উঠেছে। আর এই টাকার উৎস কী? আসলে ভোট এসে গিয়েছে জিততে হবে। কেন্দ্রের প্রকল্প মানুষের কাছে পৌঁছতে না দিয়ে নিজেরা নাটক করে এই সব করে দেখানোর চেষ্টা করছে।”
প্রসঙ্গত, এর আগে দিল্লি অভিযানে শামিল একশো দিনের বঞ্চিতদের নিজের বেতন থেকে অর্থ দিয়েছেন অভিষেক। শুধু তিনি নন, লোকসভা-রাজ্য়সভার সাংসদেরও তৃণমূল ‘সেনাপতি’ অনুরোধ করেছিলেন দিল্লি যে সকল বঞ্চিতরা ধরনা দিতে গিয়েছিলেন, সেই ২ হাজার ৮০০ মানুষকে যেন একমাসের বেতন থেকে আর্থিক সাহায্য করা হয়। এবার লোকসভার আগে তাঁর নিজ কেন্দ্রে অর্থ বিলি করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।