Bhangarh: শওকতের অনুষ্ঠানে ‘বাধা’, ফের ভাঙড়ে বোমাবাজি! কাঠগড়ায় আইএসএফ

Bhangarh: আইএসএফের দিকে আঙুল উঠলেও অভিযোগ মানতে নারাজ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর স্পষ্ট কথা, আইএসএফের কর্মী সমর্থকেরা কোনওভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

Bhangarh: শওকতের অনুষ্ঠানে ‘বাধা’, ফের ভাঙড়ে বোমাবাজি! কাঠগড়ায় আইএসএফ
চাপা উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 25, 2025 | 7:49 PM

ভাঙড়: ফের উত্তপ্ত ভাঙড়! শওকত মোল্লার ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এদিন ভাঙড় ২ নম্বর ব্লকের মাঝেরাইট এলাকায় একটি ঢালাই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ওই ব্রিজ উদ্বোধনের কথা রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। আর সেই অনুষ্ঠানের আগেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মঞ্চ ভাঙচুরের হুমকি ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ। সমস্ত অভিযোগ উঠেছে এলাকার স্থানীয় আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে। 

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশিপুর থানার পুলিশ। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমার সুতলি, স্টোনচিপ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনাকে তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক মহলও। 

আইএসএফের দিকে আঙুল উঠলেও অভিযোগ মানতে নারাজ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর স্পষ্ট কথা, আইএসএফের কর্মী সমর্থকেরা কোনওভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাঁর দাবি, তাঁর দলের কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ভয়ে তাঁরা বাড়ি ছাড়া। তাঁর কথায়, তৃণমূল বোমা মেরে আইএসএফের নামে দোষ দিচ্ছে। পুলিশ সবটা তদন্ত করে দেখলে আসল তথ্য বেরিয়ে আসবে।