Police Harassment: রাত ৮টা, মহেশতলার ডাকঘর মোড়ে ভয়ঙ্কর ঘটনা, হাড়হিম অভিজ্ঞতা জানালেন ট্রাফিক পুলিশ

Maheshtala: জানা গিয়েছে, বুধবার রাত আটটা নাগাদ ডিউটি করছিলেন গৌড় সর্দার নামে এক ট্রাফিক পুলিশ। তাঁর অভিযোগ, এক ব্যক্তি ডাকঘর মোড়ে হঠাৎ একটি অটোতে আচমকা দৌড়ে উঠতে যায়।

Police Harassment: রাত ৮টা, মহেশতলার ডাকঘর মোড়ে ভয়ঙ্কর ঘটনা, হাড়হিম অভিজ্ঞতা জানালেন ট্রাফিক পুলিশ
ট্রাফিক পুলিশImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 05, 2025 | 10:29 AM

মহেশতলা: রাত তখন আটটা। মহেশতলার ডাকঘর মোড় ব্যস্ততম এলাকা। একের পর এক গাড়ি যাতায়াত করছে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ ব্যস্ত নিজের ডিউটিতে। তখনই হাড়হিম ঘটনা। হয়ত, এমন একটা অভিজ্ঞতার সাক্ষী থাকতে হবে তা কল্পনাও করতে পারেননি ওই আধিকারিক। সম্প্রতি, পুলিশকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনায় যখন তোলপাড় বাংলা, সেই এবার এলকায় ফের পুলিশকে নিগ্রহের অভিযোগ। কর্মরত ট্রাফিক অফিসারকে মারধর ও ট্রাফিকের কিয়স্ক ভাঙচুরের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার অন্তর্গত ডাকঘর মোড় এলাকায়।

জানা গিয়েছে, বুধবার রাত আটটা নাগাদ ডিউটি করছিলেন গৌড় সর্দার নামে এক ট্রাফিক পুলিশ। তাঁর অভিযোগ, এক ব্যক্তি ডাকঘর মোড়ে হঠাৎ একটি অটোতে আচমকা দৌড়ে উঠতে যায়। চালককে গালিগালাজ করতে থাকেন। তখনই ওই ট্রাফিক অফিসারের সন্দেহ হয়। গৌড়বাবু এসে ওই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসা করে কেন দৌড়ে গিয়ে অটোতে উঠছেন।

অভিযোগ, সেই সময় অভিযুক্ত ব্যক্তি ট্রাফিক অফিসারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এরপর হঠাৎই মারধর করতে থাকে কর্মরত অফিসারকে। আরও অভিযোগ, ওই ব্যক্তি ট্রাফিকের কিয়স্ক ভাঙচুর করে। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। গৌড় সর্দার বলেন, “আমি ডাকঘর মোড়ে ডিউটি করছিলাম। তখন দেখি ঝামেলা হচ্ছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কী হচ্ছে? সঙ্গে-সঙ্গে গালিগালাজ করল আমায়। এরপর বুকে মেরেছে, হাতে মেরেছে। তবে জোরে লাগেনি কারণ সরে গিয়েছিলাম আমি। হালকা লেগেছে। কিন্তু আমার গায়ে হাত তুলেছে।”