দক্ষিণ ২৪ পরগনা: বাইরে থেকে দুষ্কৃতী ঢুকে শিক্ষকদের পিটিয়েছিল বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। আজ শুক্রবার সেই স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে। পরীক্ষা শুরুর আগে পুলিশের তৎপরতা দেখা গেল সেখানে। স্কুলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ আধিকারিক।
গত ২৭ জানুয়ারি নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে স্কুল শিক্ষককে পিটিয়ে এসেছিল একদল যুবক। সেই মামলা কলকাতা হাইকোর্টে যায়। প্রধান শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। যদিও প্রধান শিক্ষককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার রাতে ২ জন ও শুক্রবার সকালে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অবধি এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হবে।
আদালতের নির্দেশ ছিল মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে এফআইআরে নাম থাকা চারজনকে গ্রেফতার করতে হবে। সূত্রের খবর, গ্রেফতার হওয়া চারজনের মধ্যে ২ জনের নাম এফআইআরে রয়েছে। এদিন সকাল থেকেই স্কুল গেটের বাইরে কড়া নিরাপত্তার ছবি দেখা যায়। স্কুলের সামনে কোনওরকম জমায়েত করতে দেয়নি পুলিশ। যেহেতু প্রধান শিক্ষক এই মুহূর্তে ‘উধাও’, তাই ভেন্যু সুপারভাইজারের তত্ত্বাবধানেই পরীক্ষা হবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সোনারপুর বিডিও) শিঞ্জিনী সেনগুপ্ত বলেন, “পরীক্ষা নির্বিঘ্নে হওয়ার জন্য যা যা নিরাপত্তা ব্যবস্থা দরকার সবই নিয়েছি। আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন রয়েছি এখানে। কোনও ভয়, আশঙ্কার প্রভাব যেন পরীক্ষায় না পড়ে আমরা সেটা দেখছি। সকলে যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তার জন্য সবটাই দেখা হচ্ছে।”