Mahestala: মহেশতলায় প্রতিবন্ধী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ যুবকের বিরুদ্ধে
Maheshtala: দক্ষিণ ২৪ পরগনার মহেশশতলা এলাকার ঘটনা। সেখানে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।

মহেশতলা: মহেশতলায় এক প্রতিবন্ধী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। সেই ঘটনায় গ্রেফতার অভিযোগ। মেয়েটির পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করে থানায়। তাঁদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয় অভিযুক্ত।
দক্ষিণ ২৪ পরগনার মহেশশতলা এলাকার ঘটনা। সেখানে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের দাবি, গত পরশু দিন ওই কিশোরী স্থানীয় একটি দোকানে যায় ঘরের প্রয়োজনীয় কতগুলি জিনিস কিনতে। সেই সময় ওই যুবক তাকে এক প্রকার জোর করে তুলে নিয়ে যায় তাঁর বাড়িতে। এরপরই কিশোরীর সঙ্গে অভ্যভতা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
গত পরশুদিন মেয়েটির সঙ্গে ‘নির্যাতন’ হলেও সে ভয়ে বাড়িতে কিছুই জানায়নি। এরপর গতকাল (৯ এপ্রিল ২০২৩) গোটা ঘটনাটি বাড়ির সদস্যদের জানায় কিশোরী। সঙ্গে-সঙ্গে নির্যাতিতার পরিবারের লোকজন মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সোমবার ধৃতের বিরুদ্ধ পুলিশ পকসো আইনে মামলা রজু করে। এরপর অভিযুক্তকে আদলতে পেশ করে মহেশতলা থানার পুলিশ।
