Sonarpur Kidnapping: বৌমা-কে পছন্দ নয়, ২ লক্ষ টাকার সুপারি দিয়ে কিডন্যাপ করালেন শাশুড়ি

Satyajit Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 09, 2023 | 2:35 PM

Sonarpur Kidnapping: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৃহবধূকে কিডন্যাপ করানোর জেরে ২ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে,পুলিশ পরিচয় দিয়ে বারুইপুর এসপি অফিস থেকে আসছি বলে গৃহবধূকে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা।

Sonarpur Kidnapping: বৌমা-কে পছন্দ নয়, ২ লক্ষ টাকার সুপারি দিয়ে কিডন্যাপ করালেন শাশুড়ি
অভিযুক্ত শাশুড়ি (নিজস্ব চিত্র)

Follow Us

বারুইপুর: পুত্রবধূকে পছন্দ নয়। সেই কারণে সুপারি দিয়ে বাড়ির বৌ-কে অপহরণ করানোর অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বারুইপুরের একটি বাড়িতে ওই মহিলাকে দু’দিন আটকে রাখার অভিযোগ ওঠে। গোটা ঘটনায় গ্রেফতার শাশুড়ি। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম পরী মণ্ডল। তাঁর বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৪১৯, ৩৮৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৃহবধূকে কিডন্যাপ করানোর জেরে ২ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে,পুলিশ পরিচয় দিয়ে বারুইপুর এসপি অফিস থেকে আসছি বলে গৃহবধূকে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা ৷ অপহরণের পর তাঁকে বারুইপুরের একটি বাড়িতে আটকে রাখা হয় ৷ কোনওরকমে একজনের সাহায্যে তিনি বেরিয়ে চলে আসেন ৷ ঘটনায় অভিযোগ জানানো হয় নরেন্দ্রপুর থানায়।

ঘটনার তদন্তে নামে পুলিশ। গৃহবধূর শাশুড়িকে গ্রেফতার করেছে। ধৃতের নাম পরী মণ্ডল। তাঁর বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৪১৯,৩৮৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় বাকি অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ওই গৃহবধূ বলেন, “বিয়ের পর থেকেই আমার উপর অত্যাচার করা হত। তবে এমন কাণ্ড ঘটাবেন বুঝতে পারিনি। কয়েকজন ছেলে মেয়ে এসে আমায় তুলে নিয়ে যায়। অনেক কষ্টে বেরিয়ে এসে থানায় অভিযোগ করেছি।”

প্রসঙ্গত, ২০১৫ সালে ওই মহিলার বিয়ে হয় ৷ গৃহবধূর বাপের বাড়ি সোনারপুরেরই। তাঁদের একটি সন্তানও আছে ৷ ওই মহিলার দাবি, তাঁকে তাঁর ননদ, শাশুড়ির পছন্দ ছিল না। গৃহবধুর স্বামীকে নেশাগ্রস্ত করে রাখা হত বলে অভিযোগ। দীর্ঘ ৬ মাস ধরে তার স্বামী কোথায় তা জানেন না ওই গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আর কারা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article