Woman Body Recover: গড়িয়ার কাছেই ডোবাতে ভাসছে মহিলার নগ্ন দেহ! আতঙ্কে এলাকাবাসী

কলকাতা লাগোয়া নরেন্দ্রপুর থানা এলাকায় রয়েছে গড়িয়া-গঙ্গাজোয়ারা রোড। সেই রোডের ধারের একটি জলাশয়েই ওই মহিলার নগ্ন দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন নরেন্দ্রপুর থানায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে।

Woman Body Recover: গড়িয়ার কাছেই ডোবাতে ভাসছে মহিলার নগ্ন দেহ! আতঙ্কে এলাকাবাসী
জলাশয়ে দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: অংশুমান গোস্বামী

Jul 02, 2024 | 6:04 PM

রাস্তার ধারে গাছপালা ঘেরা জলের ডোবা। সেখানেই ভেসে রয়েছে মহিলার নগ্ন দেহ। ক্ষতবিক্ষত এই দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কে এই মহিলা? কোথায় তাঁর বাড়ি? তাঁর সঙ্গে কী করা হয়েছে? কারা তাঁকে খুন করল? এই সব প্রশ্নই ঘুরছিল স্থানীয়দের মুখে। ইতিমধ্যেই তাঁদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়।

কলকাতা লাগোয়া নরেন্দ্রপুর থানা এলাকায় রয়েছে গড়িয়া-গঙ্গাজোয়ারা রোড। সেই রোডের ধারের একটি জলাশয়েই ওই মহিলার নগ্ন দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন নরেন্দ্রপুর থানায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে খুন করে তাঁর দেহ জলাশয়ে ফেলা হয়েছে। কে বা কারা দেহ ফেলে গিয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ জন্য এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। যদিও মহিলার নাম, পরিচয় জানা যায়নি। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টাও চালাচ্ছে পুলিশ। তাঁর পরিচয় জানতে তদন্তে গতি আসবে বলে মত তদন্তকারী অফিসারদের।