নরেন্দ্রপুর: মাধ্যমিক পরীক্ষার আগের রাতে নরেন্দ্রপুর-কাণ্ডে পরপর তার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ভোর রাতে এফআইআর-এ নাম থাকা আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু ও স্কুল পরিচালন কমিটির সদস্য মানিজুর রহমান। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা প্রবীর সর্দার ওরফে ছোটন, যাঁকে ওই হামলার ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল। গ্রেফতার করা হয়েছিল অসীম ইশ্বর নামে আরও এক ব্যক্তিকে। নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় এই নিয়ে মোট আটজনকে গ্রেফতার করল পুলিশ।
তবে এখনও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা তথা যুব সভাপতি আকবর আলি খান। মাধ্যমিক পরীক্ষার আগে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত রবিবার ও মঙ্গলবার মোট চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার বিষ্ণুপুর ও নরেন্দ্রপুর এলাকার দুই পৃথক জায়গা থেকে শিক্ষক নিগ্রহে গ্রেফতার হন প্রবীর সর্দার ও অসীম ইশ্বর। আর ভোর রাতে পুলিশের জালে আরও দুজন।
কয়েকদিন আগেই ওই স্কুলের শিক্ষকদের ওপর মারধরের ভিডিয়ো ভাইরাল হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষায় কে সুপারভাইজার হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। স্কুলের শিক্ষক শিবনাথ চাটুইকে সুপারভাইজার হিসেবে নিযুক্ত করার কথা আদালতে জানিয়ে দেয় পর্ষদ। আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার কয়েক ঘণ্টা আগেই পরপর চারজনকে গ্রেফতার করল পুলিশ।