Garia: সোনারপুরের সেই বাড়ি থেকে তেল বেরনোর পরিমাণ দিনে দিনে বাড়ছে, বাগানের গাছপালাও ভরে যাচ্ছে তেলে!
Garia: গত মাসেই ওই বাড়িটি খতিয়ে দেখতে যায় ONGC, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IIPC ডিপার্টমেন্ট, রাজপুর সোনারপুর পুরসভা ও নরেন্দ্রপুর থানার আধিকারিকরা। নমুনাও সংগ্রহ করা হয়।

গড়িয়া: বাড়ির দেওয়াল থেকে তেল চুঁইয়ে পড়ছে বেশ কিছুদিন ধরেই। তবে এবার সেই মাত্রা আরও বেড়েছে। এবার আর শুধু বাড়ি নয়, আশপাশের গাছপালও ভরে যাচ্ছে তেলে। কালো চটচটে ওই তেল কোথা থেকে আসছে কেউ জানে না। দিনে দিনে সমস্যাটা বাড়ছে সোনারপুরের ওই বাড়িতে। এবার সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করল জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। তেলের উৎস কোথায়, জানতে চান বাড়ির সদস্যরা।আতঙ্কে ঘুম উড়েছে তাঁদের।
জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর সৌরভ খাঁ জানান তাঁরা নমুনা সংগ্রহ করেছেন। সেটি পরীক্ষা করে দেখা হবে। প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, এটা কোনও ‘পোড়া ভেজিটেবল’ তেল। মাটির নীচে এর উৎস বলেই অনুমান আধিকারিকদের। যদিও পরীক্ষার পরই বিস্তারিতভাবে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকারের বাড়িতে তেল বেরনোর বিষয়টি চোখে পড়ে বেশ কয়েকমাস আগেই। গড়িয়ার ফরতাবাদ এলাকায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বাস করছে ওই পরিবার৷ প্রথমে তেমন কিছু ছিল না। কিন্তু হঠাৎই তেল বের হতে দেখা যায় ওই বাড়ির বিভিন্ন অংশ থেকে। দেওয়ার, জানালা, দরজা বেয়ে গড়িয়ে পড়তে দেখা যায় চিটচিটে তরল। আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার।
নরেন্দ্রপুর থানা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় লিখিতভাবে বিষয়টি জানান ওই বাড়ির সদস্যরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেছেন আগেই। তারপর তেল বেরনোর পরিমাণ আরও বেড়েছে। এবার জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া নমুনা সংগ্রহ করেছে।





