Maheshtala: ‘ওর বৌকে এত সুন্দর দেখতে তারপরও…’, বোনকেই একা পেয়ে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে

Maheshtala: স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবক বিবাহিত। তার নিজের সন্তান রয়েছে। নির্যাতিতা নাবালিকা সম্পর্কে অভিযুক্তের মামাতো বোন। এলাকাবাসীর দাবি, এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে ও জড়িত ছিল। এরপর রবিবার রাতে নিজের বাড়িতেই নাবালিকাকে ধর্ষণ করে সে।

Maheshtala: ওর বৌকে এত সুন্দর দেখতে তারপরও..., বোনকেই একা পেয়ে ধর্ষণের অভিযোগ দাদার বিরুদ্ধে
মহেশতলায় ধর্ষণের অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 04, 2025 | 8:45 PM

মহেশতলা: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মহেশতলায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডে। গোটা ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবক বিবাহিত। তার নিজের সন্তান রয়েছে। নির্যাতিতা নাবালিকা সম্পর্কে অভিযুক্তের মামাতো বোন। এলাকাবাসীর দাবি, এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে ও জড়িত ছিল। এরপর রবিবার রাতে নিজের বাড়িতেই নাবালিকাকে ধর্ষণ করে সে। এক প্রতিবেশী বলেন, “ছেলেটার স্বভাব চরিত্র মোটেই ভাল না। মেয়েটা তো ওর মাসির মেয়ে। মাঝে মধ্যেই ছেলেটার বাড়ি আসত। ঘুরত। তাকে রবিবার ধর্ষণ করেছে। পুলিশ তুলে নিয়ে গেছে। আমরা ওর ফাঁসি চাই।”

অভিযুক্তের মা বলেন, “আমার ছেলে যদি অন্যায় করে তবে শাস্তি পাক। আমার ছেলেকে আমি নিজে থানায় তুলে দিয়েছি।” প্রতিবেশী এক মহিলা বলেন, “আমরা শাস্তি চাই। আমাদের মেয়েরা কি একটু শান্তিতে থাকতে পারবে না? নিরাপত্তা থাকবে না? এটা একটা জঘন্য কাজ। নিজের বোনকেই ছাড়ল না। অন্য মেয়েরা সুরক্ষিত থাকবে কীভাবে? ওর বৌকে কত সুন্দর দেখতে তারপরও…।”