মহেশতলা: রাত্রিবেলা চারজন বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাইক। গার্ডরেলে সোজা ধাক্কা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে চারজন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মহেশতলা সম্প্রীতি উড়ালপুলের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, রাত্রি দু’টো নাগাদ মহেশতলা সম্প্রীতি উড়ালপুলের বাটানগরের দিক থেকে জিনজিরা বাজারে চারজন বন্ধু দুটি মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। তবে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়িটি। ধাক্কা মারে গার্ডরেলে। বাইক থেকে ছিটকে পড়ে যায় চারজন যুবক। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম উজ্জ্বল বল।
বাকি একজন যুবক আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুটি মোটর সাইকেলকে উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি এই মহেশতলায় ট্যাঙ্কারের ধক্কায় মৃত্যু হয় এক কিশোরের। আহত হয় আরও একজন। হাত দুটিই উড়ে যায় তার। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় একজনের।