Santoshpur Station: হঠাৎ এসে বেধড়ক মার, সন্তোষপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে খুন যুবক

Santoshpur Station: মৃত যুবকের এমডি আজাদ (২৮)। এ দিন, আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ এক যুবক সন্তোষপুর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের কাছে শুয়ে ছিল। হঠাৎই একজন অভিযুক্ত যুবক তাঁর উপর চড়াও হয়। এরপরই লাঠি নিয়ে মাথায় ও তাঁর গায়ে মারতে থাকে।

Santoshpur Station: হঠাৎ এসে বেধড়ক মার, সন্তোষপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে খুন যুবক
এমডি আজাদ, মৃত যুবকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 16, 2024 | 4:29 PM

মহেশতলা: প্ল্যাটফর্মে তখন ভিড়। কেউ সদ্য ট্রেন থেকে নেমেছেন। কেউ আবার ট্রেন ধরবেন বলে ব্যস্ত। সেই সময় প্ল্যাটফর্মের টিকিট কাউন্টেরের সামনে ভয়ানক ঘটনা। এক যুবককে পিটিয়ে খুন করা হল স্টেশনের মধ্যেই। গ্রেফতার অভিযুক্ত যুবক।

মৃত যুবকের এমডি আজাদ (২৮)। এ দিন, আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ এক যুবক সন্তোষপুর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের কাছে শুয়ে ছিল। হঠাৎই একজন অভিযুক্ত যুবক তাঁর উপর চড়াও হয়। এরপরই লাঠি নিয়ে মাথায় ও তাঁর গায়ে মারতে থাকে। এরপরই ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত পালিয়ে যায়।

ঘটনার পর আহতকে জিআরপি পুলিশ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। গোটা ঘটনায় সন্তোষপুর স্টেশন চত্ত্বরে উত্তেজনা ছড়ায়। জিআরপি পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দা বলেন, “যে ছেলেটা মেরেছে তার নাম বুলবুলি খান। ছেলেটা মদ খায়। আর যাকে মেরেছে সে শুয়েছিল। ওর থেকে মদ খাবে বলে টাকা কেড়ে নেয় ছেলেটা। এরপর ঝাড়ু দেওয়ার লাঠি দিয়ে পিটিয়ে খুন করে সে।”