Panchayat Election Result 2023: ‘পুলিশের পোশাক পরে এসে আরাবুল-শওকতের গুণ্ডাবাহিনী গুলি করেছে’

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 12, 2023 | 12:14 PM

Panchayat Election Result 2023: মৃত দুজনের নাম হাসান আলি মোল্লা ও রেজাবুল গাজি। এর মধ্যে হাসান আলির স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। টিভি ৯ বাংলা ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভ হাউহাউ করে কাঁদেন হাসানের স্ত্রী। বলেন, "আমি কিছুই বুঝতে পারছি না। ওর সন্তানরা অনাথ হয়ে গেল..."

Panchayat Election Result 2023: পুলিশের পোশাক পরে এসে আরাবুল-শওকতের গুণ্ডাবাহিনী গুলি করেছে
কান্নায় ভেঙে পড়লেন দুই আইএসএফ কর্মীর স্ত্রী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভাঙড়: থমথমে ভাঙড়। পঞ্চায়েতের ভোটের ফল ঘোষণার রাতে যে ভাবে বোমা-গুলি চলেছিল তার রেশ কাটেনি বুধবারও। তার উপর এ দিন ভোর থেকেই সামনে আসে একের পর এক মৃত্যুর ঘটনা। দু’জনই আইএসএফ কর্মী। দু’জনের পরিবারই একরাশ ক্ষোভ উগরে দিয়ে বারবার বলেন যে এই ঘটনায় শওকত মোল্লা, আরাবুল ইসলাম ও তাঁর ছেলে জড়িত।

মৃত দুজনের নাম হাসান আলি মোল্লা ও রেজাবুল গাজি। এর মধ্যে হাসান আলির স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। টিভি ৯ বাংলা ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভ হাউহাউ করে কাঁদেন হাসানের স্ত্রী। বলেন, “আমি কিছুই বুঝতে পারছি না। ওর সন্তানরা অনাথ হয়ে গেল…” পরক্ষণেই বলেন, “শাস্তি চাই। যাবজ্জীবন সাজা হোক।” সঙ্গে তোলেন গুরুতর অভিযোগ, “আরাবুল-শওকতের লোকজন র‌্যাফের পোশাক পরে এসে ওকে গুলি করেছে। তিনজন এসেছিল। আরাবুলের ছেলেও এসেছিল।”

এরপর যখন রেজাবুলের বাড়িতে যাওয়ার পরও দেখা গেল একই ছবি। এলাকাবাসী থেকে পরিবারের সদস্য সকলেই বসে রয়েছেন। প্রত্যেকের চোখে জল। কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলছেন মাঝে মধ্যে মৃত রেজাবুল গাজির স্ত্রী। শুধু বললেন, “আরাবুল ইসলাম ও তাঁর ছেলে, শওকত মোল্লা ওরা পুলিশের পোশাক পরিয়ে এনেছিল গুণ্ডাবাহিনীকে। ওরাই গুলি করেছে।” তাঁর কথা তখনও শেষ হয়নি পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী বললেন, “সন্ধ্যে সাতটা নাগাদ জেলা পরিষদ জিতেছে আইএসএফ। এরপর ওরা বারংবার আমাদের মুচলেকা দিতে বলে হেরে যাওয়ার। বলে সই কর তোরা। গণনাকেন্দ্রের ভিতরেই মারছিল। শওকত মোল্লা ও আরাবুল গুণ্ডাবাহিনীকে পুলিশের পোশাক পরিয়েছিল। ওরা গুলি করেছে। এরপর পিছনে বিডিও রয়েছে। আর কত মারবে? আমরা আর পারছি না।” রাজ্য প্রশাসনের দিকে আঙুল তুলে গ্রাম্য এক মহিলার প্রশ্ন, “এটা কি কসাইখানা পেয়েছেন আপনারা?”

যদিও, অভিযোগ অস্বীকার শওকত মোল্লা বলেছেন, এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। পুলিশই গুলি চালিয়েছে।

Next Article