
মহেশতলা: সকাল থেকেই লম্বা লাইন। বেলা যত বাড়ছে ভিড় যেন ততই বাড়ছে। এবারের সরস্বতীর পুজোর আকর্ষণ কেড়েছে মহেশতলা বাটা মাঠ। সেখানে ১১১ ফুটের সরস্বতী প্রতিমা দেখতে মানুষজনের ভিড় বাড়ছে। পুজো উদ্যোক্তাদের দাবি, এটি দুনিয়ার সব থেকে বড় সরস্বতী প্রতিমা।
শনিবার উদ্বোধনের পর দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই পুজো দেখতে। ৮-৮০ সবাই আসছেন ঠাকুর দেখতে। গতকালই মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা বলেন, “আমাদের চিন্তা-ভাবনার অনুপ্রেরণা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সব সময় অন্য কিছু করার চিন্তা করেন। তাঁর চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আলাদা কিছু করতে চেয়েছি। তাই জন্য ভাবলাম সরস্বতী মাকে যেন সবার উপরে রাখতে পারি।”
পুজো উদ্যোক্তাদের দাবি,লোহার পাইপ, বাঁশ, থার্মোকল, চট দিয়ে তৈরি হয়েছে এটি। উদ্যোক্তাদের দাবি, এর আগে এত উঁচু সরস্বতী প্রতিমা বিশ্বের কোথাও হয়নি। এমন বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করছেন তাঁরা। আচমকা কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশতলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।