R G Kar: মঙ্গলে সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি, তার আগে এক ইউটিউবারের বাড়িতে চলল তল্লাশি অভিযান, কেন?

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2024 | 4:32 PM

R G Kar: শুদ্ধশীলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ৪টি ল্যাপটপ, ৪টি মোবাইল ২টি হার্ডডিস্ক, মাইক্রোফোন-সহ ইলেকট্রনিক্স গ্যাজেট  বাজেয়াপ্ত করেছে৷ এই বিষয়ে শুদ্ধশীল ঘোষ জানান, শিলিগুড়ি থানা থেকে একটি নোটিস পান তিনি ৷

R G Kar: মঙ্গলে সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি, তার আগে এক ইউটিউবারের বাড়িতে চলল তল্লাশি অভিযান, কেন?
ইউটিউবারের বাড়িতে তল্লাশি
Image Credit source: TV9 Bangla

Follow Us

সোনারপুর: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় সোনারপুরের ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ ৷ তিনি আরজিকরের ঘটনা ও প্রধান বিচারপতি সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন ৷ তার জেরেই রবিবার নরেন্দ্রপুর থানার সাহায্য নিয়ে তল্লাশি অভিযান চালায় কালনা থানার পুলিশ ৷ ওই ইউটিউবারের নাম শুদ্ধশীল ঘোষ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুদ্ধশীলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ৪টি ল্যাপটপ, ৪টি মোবাইল ২টি হার্ডডিস্ক, মাইক্রোফোন-সহ ইলেকট্রনিক্স গ্যাজেট  বাজেয়াপ্ত করেছে৷ এই বিষয়ে শুদ্ধশীল ঘোষ জানান, শিলিগুড়ি থানা থেকে একটি নোটিস পান তিনি ৷ সেইমত আজ যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি ৷ তখন তার বাড়িতে কালনা থানার পুলিশ আসে বাড়িতে ৷

শুদ্ধশীলের বাড়ি থেকে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ৷ মুখ বন্ধ রাখতেই এই পদক্ষেপ বলে অভিযোগ করে জানান তিনি ৷ তাঁর স্ত্রী মনিদীপা ঘোষ বলেন, “প্রতিবাদ করায় এই হেনস্থা করা হয়েছে ৷” পুলিশ মুখ বন্ধ করার জন্য এই মানসিক অত্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি ৷

Next Article