AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: লাইনে দাঁড়িয়ে একের পর এক লোকাল, লেডিস কামরা বাড়ানোয় চলছে প্রতিবাদ

Rail Blockade:বুধবার দক্ষিণ ২৪ পরগনারই দক্ষিণ বারাসত স্টেশনে রেল অবরোধ করতে দেখা গিয়েছিল এক অংশের যাত্রীদের। যার জেরে সাতসকালেই বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর লাইনে।

Indian Railways: লাইনে দাঁড়িয়ে একের পর এক লোকাল, লেডিস কামরা বাড়ানোয় চলছে প্রতিবাদ
ট্রেন অবরোধImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 9:50 AM
Share

ডায়মন্ড হারবার: আরও একবার রেল অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়। ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি, কামরা বাড়ানোর দাবি যাত্রীদের। সেই কারণে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ কয়েকশো যাত্রীর। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের উত্তর রাধানগর স্টেশনে চলছে এই বিক্ষোভ।

বুধবার দক্ষিণ ২৪ পরগনারই দক্ষিণ বারাসত স্টেশনে রেল অবরোধ করতে দেখা গিয়েছিল এক অংশের যাত্রীদের। যার জেরে সাতসকালেই বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর লাইনে। তাঁদের অভিযোগ ছিল, অফিস টাইমে প্রচুর ভিড় হয়। গাদাগাদি করে যাতায়াত করতে হয় তাঁদের। লেডিজ কামরা বাড়লে, তাতে উঠতে পারেন না পুরুষ যাত্রীরা। সেই কারণেই অবরোধ করেন তাঁরা।

এরপর এই একই দাবিতে আজও শুরু হয় অবরোধ। সকাল সাড়ে সাতটা থেকে রেল লাইনের উপরে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো যাত্রী। অবরোধের জেরে ওই শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি ও রেল আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন তারা।

এক বিক্ষোভকারী বলেন, “আমরা যাই আমাদের ট্রেন যেমন ছিল তেমন থাক। লেডিজ কামরা বাড়ানোর প্রয়োজন হলে একটা বগি অতিরিক্ত করুক। অতিরিক্ত ট্রেন দিক। আর যতক্ষণ না সরকার আমাদের এই দাবি মানবে আমরা ততক্ষণ এই বিক্ষোভ করব।”