Basanti Accident: দুর্ঘটনায় উপড়ে এসেছে বাসের সিটগুলিও, ভয়ঙ্কর দুর্ঘটনা বাসন্তী রাজ্য সড়কে

Satyajit Mondal | Edited By: সায়নী জোয়ারদার

Sep 06, 2023 | 3:32 PM

Basanti: প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন বি গার্ডেন ধামাখালি রুটের একটি বাসকে এক বাইক আরোহী ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে পড়ে যান। তখনই ওই বাইক আরোহীকে বাঁচাতে বাসের চালক গাড়িটিকে ফুটপাতের দিকে ঘুরিয়ে দেন।

Basanti Accident: দুর্ঘটনায় উপড়ে এসেছে বাসের সিটগুলিও, ভয়ঙ্কর দুর্ঘটনা বাসন্তী রাজ্য সড়কে
দুর্ঘটনাগ্রস্ত বাস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কা গাছে। আসন থেকে হুড়মুড়িয়ে পড়লেন যাত্রীরা। বুধবার দুপুরে বাসন্তী রাজ্য সড়কে ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে। কলকাতার দিক থেকে ঘটকপুকুরমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। বাস তখন যাত্রীবোঝাই। ধাক্কা মারতেই সকলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যান। বাসে বুড়ো, বাচ্চাও ছিল। বাসের চালক ও কন্ডাক্টার গুরুতর আহত হন। এদিন দুপুর ১টা নাগাদ বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট বৈরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানাতেও। সকলের তৎপরতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন বি গার্ডেন ধামাখালি রুটের একটি বাসকে এক বাইক আরোহী ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে পড়ে যান। তখনই ওই বাইক আরোহীকে বাঁচাতে বাসের চালক গাড়িটিকে ফুটপাতের দিকে ঘুরিয়ে দেন। সামনেই ছিল অসংখ্য গাছ। তার একটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। বাসের কেবিন দুমড়ে মুচড়ে যায়। শুধু তাই নয়, বাসের সিটগুলোও ভেঙে যায়। এর থেকেই বোঝা যায় দুর্ঘটনার তীব্রতা কতটা ভয়ঙ্কর ছিল।

যে বাইকটিকে রাস্তা ছাড়তে গিয়ে এমন ঘটনা, তার চালক বাসের নীচে চাপা পড়ে যান। বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, অবস্থা আশঙ্কাজনক। সবমিলিয়ে ২০ থেকে ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাঙড় থানার আইসি, ডিএসপি ক্রাইম, বিডিও। সূত্রের খবর, আহতদের অধিকাংশকেই চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Next Article