
কলকাতা: অভিনব কায়দায় ডাকাতি। ভর সন্ধ্যায় বোরখা ও হেলমেট পরে বাড়িতে ঢুকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ভাঙড়ের উত্তর কাশিপুর থানার অন্তর্গত চন্ডি হাট গ্রামে। অভিযোগ, ডাকাতির সময় একটি ছোট শিশুসহ বাড়ির মহিলাদের হাত-পা বেঁধে মারধর করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সন্ধ্যার পর দু’টি বাইকে করে চারজন দুষ্কৃতী ওই বাড়িতে আসে। এদের মধ্যে দু’জনের মাথায় ছিল হেলমেট। বাকি দু’জন বোরখা পরিহিত ছিল। পরিবারের সদস্যদের অনুমান, বোরখা পরা দুজন মহিলা নয়, পুরুষও হতে পারে। অভিযোগ, দুষ্কৃতীরা মহিলাদের বেঁধে মারধর ও ভয় দেখিয়ে সোনার চেইন, কানের দুল, হাতের বালা-সহ কয়েক ভরি সোনা ও রুপার গয়না লুট করে। পাশাপাশি প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ নিয়ে পালায় তারা।
ইতিমধ্যেই এই ঘটনায় লিখিত অভিযোগে জানানো হয়েছে। এলাকায় কোনও সিসিটিভি নেই এবং পাশের খাল পেরোলেই হাড়োয়া থানার এলাকা। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা সেই দিকেই পালিয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। এখানে উল্লেখ্য, শুধু গৃহস্থ বাড়িই নয়, এর আগে মন্দির থেকেও চুরি হয়েছিল। শিবের গায়ের সমস্ত গহনা চুরি করে নিয়ে যায় চোরের দল। সেই ঘটনাটি ঘটেছিল নদিয়ার শান্তিপুরে। আর এবার চুরির ঘটনা ঘটল ভাঙড় এলাকায়।