Bhangar: আরাবুলের ছেলের উপর হামলা, নাম জড়াল শওকত অনুগামীদের

জানা গিয়েছে, তৃণমূল নেতা অদুত মোল্লার বাড়িতে আরাবুল কাইজার অনুগামীরা গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আরাবুল পুত্র হাকিমুলের উপর চড়াও হয় শওকাত অনুগামীরা। দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ালে উত্তর কাশিপুর থানার ওসি সহ বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Bhangar: আরাবুলের ছেলের উপর হামলা, নাম জড়াল শওকত অনুগামীদের
আবার উত্তপ্ত ভাঙড়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 04, 2026 | 1:21 PM

ভাঙড়: ভোট এল না তার আগেই পারদ চড়ছে ভাঙড়ে। আরাবুল ইসলাম-কাইজার আহমেদ বনাম শওকত মোল্লার লড়াইয়ে তুলকালাম বেধেছে। আরাবুলের পুত্র হাকিবুলের গাড়িতে হামলার অভিযোগ। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তাধস্তি হয়। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, তৃণমূল নেতা অদুত মোল্লার বাড়িতে আরাবুল কাইজার অনুগামীরা গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আরাবুল পুত্র হাকিমুলের উপর চড়াও হয় শওকাত অনুগামীরা। দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ালে উত্তর কাশিপুর থানার ওসি সহ বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, আরাবুলের পেট্রোল পাম্পেও হামলা হয়ছে। হাকিমূল ইসলাম ও প্রদীপ মণ্ডলের উপর আক্রমণ চালানো হয়েছে বলে খবর।

শওকত মোল্লার অনুগামীরা আমার উপর আক্রমণ করেছে। পুলিশ গিয়ে বিষয়টা নিয়ন্ত্রণে এনেছে। আমরা দলকে জানাব। ভাঙড়ে তৃণমূল কংগ্রেস আজ বিপদে একজন হার্মাদের জন্য। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, “আমি সাতগাছিয়াতে আছি। আমি শুনেছি হাকিবুল কোনও একটা গ্রামে উস্কানি দিতে গিয়েছিল। সেখানকার লোকজন তাড়া করেছে। বিষয়টি দেখছি পুরোটা পরে।” তিনি এও জানান, “আমি শুনেছি গণ্ডগোলটা হয়েছে। কিন্তু কে করেছে, কী হয়েছে তা এখনও জানি না। পুরোটা পরে দেখে নিচ্ছি।”