Saokat Molla: ‘আমাদের মিটিংয়ে যদি বাঁদরামো করো, পুঁতে ফেলে দেব’, ISF হুঁশিয়ারি দিয়ে নওশাদকেও বেলাগাম আক্রমণ শওকতের

এরপর ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও কড়া সুরে সতর্ক করেন শওকত মোল্লা। বলেন, "তোর দলের কেউ আমাদের গাড়ির সামনে নোংরামি করলে তুই ভাঙড়ে ঢুকতেই পারবি না। তোর ভাঙড়ে ঢোকার ক্ষমতা নেই।"

Saokat Molla: আমাদের মিটিংয়ে যদি বাঁদরামো করো, পুঁতে ফেলে দেব, ISF হুঁশিয়ারি দিয়ে নওশাদকেও বেলাগাম আক্রমণ শওকতের
শওকতের হুঁশিয়ারিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2025 | 11:41 AM

ভাঙড়: সামনেই বিধানসভা নির্বাচন। আর ভোট যে এগিয় আসছে তা অন্তত নেতা মন্ত্রীদের মুখের ভাষা দেখলেই বোঝা যাচ্ছে। কারণ, কুকথার বন্যা শুরু হয়ে গিয়েছে। ভাঙড়ে তৃণমূলের সভা থেকে আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি বিধায়ক শওকত মোল্লার,পাল্টা চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকির।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের কাটাডাঙায় যুব তৃণমূল কংগ্রেস একটি জনসভার আয়োজন করেছিল। সেই আয়োজিত জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। হাজারো কর্মী-সমর্থকের সামনে থেকে তিনি নাম না করে আইএসএফ নেতা কারিমুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, “আইএসএফ-এর একটা জানোয়ার আছে। মাথায় টুপি দিয়ে ঘোরে। ভোগালিতে গেছিলাম মিটিং করতে। এখান থেকে বলে দিচ্ছি, এরপর যদি আমাদের মিটিংয়ে বাঁদরামো করো পুঁতে ফেলে দেব। তোমার বাপ নওশাদ-আব্বাস আটকাতে বলে দিলাম।” এরপর ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও কড়া সুরে সতর্ক করেন শওকত মোল্লা। বলেন, “তোর দলের কেউ আমাদের গাড়ির সামনে নোংরামি করলে তুই ভাঙড়ে ঢুকতেই পারবি না। তোর ভাঙড়ে ঢোকার ক্ষমতা নেই।”

পাল্টা প্রতিক্রিয়ায় নওশাদ জানান, শওকাত চুনোপুঁটি নেতা। তিনি শওকতের হুমকিকে কিছুই মনে করেন না। তাঁর কথায়, “শওকতের মতো নেতা অনেক আছে। আমি ভয় পাই না।” একই সঙ্গে তিনি ঘোষণা করেন, ৩ তারিখে ক্যানিং পূর্বে সভা করতে যাবেন — “শওকতের যদি ক্ষমতা থাকে, রুখে দেখাক। এমনকী, শওকতের মাটিতে পুঁতে দেওয়ার মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্তও জানিয়েছেন নওশাদ।