Sheikh Shajahan: শাহজাহানকে পেলেন না, বাড়িতে কাগজ ঘেঁটে ED-র হাতে এল হেভিওয়েট সেই চার নাম
Sheikh Shajahan: ইডি সূত্রে খবর, শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে রেশন দুর্নীতি সংক্রান্ত সে অর্থে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। তবে যা পাওয়া গিয়েছে, তাও কম গুরুত্বপূর্ণ নয়। দুটি নামী গহনা প্রস্তুতকারক ও বিক্রেতা সংস্থার টেক্সট ভয়েস, বিল রয়েছে। ওই দুটি সংস্থা থেকে মোটা অঙ্কের গয়না কেনা হয়েছিল।

সন্দেশখালি: ১৯ দিন পরে শেখ শাহজাহানের বাড়িতে ইডি কিন্তু শাহজাহান কোথায়? বুধবারও তাঁর টিকি খুঁজে পাননি ইডি আধিকারিকরা। সরবেড়িয়ার আকুঞ্জপাড়া এলাকার শেখ শাহজাহানের পর চারটি বাড়ি। সেই চারটি বাড়ির দরজায় ঘোরেন আধিকারিকরা। তিনটি বাড়িতে তালা লাগানো ছিল। ডেকেও সাড়া মেলেনি। আরেকটি হলুদ রঙা বাড়ির পিছনের দরজা দিয়ে যান ইডি আধিকারিকরা। সেই দরজা অবশ্য খোলেন এক মহিলা। শেখ শাহজাহান সম্পর্কে ওই মহিলার ভাসুর হন। কিন্তু তিনিও কোনও হদিশ দিতে পারেননি। শাহজাহানকে না পেয়ে শেষমেশ খালি হাতেই ফিরতে হয় আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কিন্তু তাঁর বাড়ি এদিন সিল করে দেয় ইডি। বাড়ির বাইরে লাগানো হয় নোটিস। ২৯ জানুয়ারি তাঁকে হাজিরায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে, তারও তালিকা ‘পঞ্চনামা’ বাড়ির দেওয়ালে। এবার প্রশ্ন কী কী উদ্ধার হল শাহজাহানের বাড়ি থেকে?
ইডি সূত্রে খবর, শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে রেশন দুর্নীতি সংক্রান্ত সে অর্থে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। তবে যা পাওয়া গিয়েছে, তাও কম গুরুত্বপূর্ণ নয়। দুটি নামী গহনা প্রস্তুতকারক ও বিক্রেতা সংস্থার টেক্সট ভয়েস, বিল রয়েছে। ওই দুটি সংস্থা থেকে মোটা অঙ্কের গয়না কেনা হয়েছিল। শাহজাহান শেখের নামে একটি এলআইসি পলিসির অরিজিনাল কপি পাওয়া গিয়েছে। শাহজাহানের বাড়ি থেকে মিলেছে ভিসা, ইন্সুরেন্স সার্টিফিকেট, এয়ার টিকিটের কাগজপত্র। বিমান টিকিট কোথায় যাওয়ার জন্য কাটা হয়েছিল, কারা গিয়েছিলেন, সেগুলি তদন্তের আওতাভুক্ত হতে পারে।
পাশাপাশি নির্বাচনের কাগজপত্র মিলেছে। নির্বাচন সার্টিফিকেট ও ফর্মে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা রয়েছে। যেটি ইডি-র কাছে উল্লেখযোগ্য। শিবপ্রসাদ হাজরা, বিকাশ মণ্ডল ,প্রতিমা সরদার, সবিতা রায়ের নাম উল্লেখ রয়েছে। ইডি যে নামগুলো সিজ করেছে, রেশন দুর্নীতিকাণ্ডে সেগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। গত ১৯ দিন ধরে শিবপ্রসাদ হাজরাকেও এলাকায় দেখা যায়নি। তিনি সন্দেশখালির ব্লক ২-এর দলের সভাপতি। এছাড়াও একাধিক বন্ড ও ডিড পেপার পাওয়া গিয়েছে। শাহজাহানের ২০১৮ সালের মার্চ মাসের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজপত্রও হাতে এসেছে ইডি আধিকারিকদের।
ইডি আধিকারিকের হাতে এসেছে, শেখ শাহজাহান এবং পিন্টু বোসের নামে নোটারি সার্টিফিকেট ও শেখ শাহজাহান এবং শ্রী বাবুনা রায়ের মধ্যে নোটারি সার্টিফিকেট।





