Bengal Panchayat Election: ভোটের ১১ দিন আগে ফের চলল গুলি, গোসাবায় গুলিবিদ্ধ ১

Bengal Panchayat Election: যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর নাম সাইফুল মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আঙুলে গুলি লেগেছে।

Bengal Panchayat Election: ভোটের ১১ দিন আগে ফের চলল গুলি, গোসাবায় গুলিবিদ্ধ ১
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 12:54 AM

গোসাবা: ভোটের মুখে ফের চলল গুলি। মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গলবার রাতে গুলি চলল গোসাবায়। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মোট ছ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। সোমবারই মুর্শিদাবাদে চারজন গুলিবিদ্ধ হন। এবার ভোটের মাত্র ১১ দিন আগে ফের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটল রাজ্যে। অভিযোগ উঠেছে আরএসপি নেতাদের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।

এই গোসাবা বিধানসভা এলাকার মধ্যে পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে মাঝে মধ্যেই রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটে। কয়েকদিন আগেই ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের সঙ্গে আরএসপি-র সংঘর্ষের ঘটনা ঘটে। আর এবার সেই গ্রামেই চলল গুলি।

যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর নাম সাইফুল মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির আঙুলে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে। এলাকার তৃণমূল নেতাদের দাবি, তৃণমূলের পাঠানখালি অঞ্চল সভাপতি সুবিদ আলি ঢালির ঘনিষ্ঠ তথা ৪৪ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করেই আসলে গুলি চালানো হয়েছিল এদিন। তবে তিনি কোনও ক্রমে প্রাণে বেঁচে যান। পুলিশের দাবি, সাইফুল মোল্লা আগ্নেয়াস্ত্র চালাতে গিয়ে নিজেই আক্রান্ত হন। এই ঘটনায়

ঘটনার পরই হামলাকারী অর্থাৎ যাঁদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, তাঁদের ধরে ফেলে এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ যা ঘটনাস্থলে। সাইফুল মোল্লাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আরএসপির দাবি, পুলিশ ও তৃণমূল ষড়যন্ত্র করে এভাবে বাম কর্মীদের আটক করার চেষ্টা করছে।