Sonarpur: ফেসবুকে প্রেম হয়ে বিয়ে, তিন মাসের মধ্যে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 21, 2023 | 9:16 AM

Sonarpur: পরিবারের অমতে পালিয়ে গিয়ে জুন মাসে বিয়ে করেন ইশান ও পিঙ্কি। কিন্তু বিয়ের পর থেকেই পিঙ্কির উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। পিঙ্কির দিদির দাবি, তাঁর কাছে হঠাৎ ফোন আসে তার বোন অসুস্থ।

Sonarpur: ফেসবুকে প্রেম হয়ে বিয়ে, তিন মাসের মধ্যে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, তারপর বিয়ে। কিন্তু বিয়ের তিন মাসের মধ্যেই সম্পর্কের করুণ পরিনতি। স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গ্রেফতার স্বামী। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পিঙ্কি মাইতি। তিনি সোনারপুরের একটি বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। এবারই তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয় ইশান দাসের। ইশান সোনারপুরেরই বাসিন্দা। ইশানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় পিঙ্কির। বিষয়টি দুই পরিবার জেনেও যায়। তবে এখনও বিয়েতে বাধা দিয়েছিল পিঙ্কির পরিবার।

পরিবারের অমতে পালিয়ে গিয়ে জুন মাসে বিয়ে করেন ইশান ও পিঙ্কি। কিন্তু বিয়ের পর থেকেই পিঙ্কির উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। পিঙ্কির দিদির দাবি, তাঁর কাছে হঠাৎ ফোন আসে তার বোন অসুস্থ। তারপর সোনারপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বোন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় ইশান-সহ তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় সোনারপুর থানায়।

পিঙ্কির পরিবারের অভিযোগের ভিত্তিতে ইশানকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা।

Next Article